রবীন বসু
১০ টি ১ লাইনের কবিতা
১
অন্নহীন গ্রামদেশ, শূন্যপাতে ক্ষুধাই ফুটেছে।
২
শ্রমের অক্লান্ত হাঁটা পরিযায়ী ডানা নিয়ে ওড়ে।
৩
প্রলম্বিত গুপ্তকথা গুহামুখে ছায়াচিত্র আঁকে।
৪
ভাঙাসেতু দিয়ে মায়াপৃথিবী হেঁটে গেল সতর্কে।
৫
প্রত্যাশা অধীর হলে মাধুকরী এসে যায় দ্বারে।
৬
ভিতরে কে যে ডাকে, বাহির কান খাড়া করে।
৭
সহসা উন্মুখ হয় মঞ্চতলে ওতপাতা ফন্দি।
৮
অনন্ত পেতেছে হাত মুষ্টিভিক্ষা সময় দিয়েছে।
৯
তির যেন লক্ষ্যে স্থির টান টান দারুণ নিষাদ।
১০
কবি শুধু বসে থাকে সামনে তাঁর দুঃখের সিঁড়ি।

2 comments:
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই।
সবগুলিই ভাল, তবু পাঁচ,ছয় ও নয় সংখ্যক একপংক্তিগুলি
মন ভরালো।
Post a Comment