হারাধন চৌধুরী
বাতাসের দশচক্র
১
বাতাসের তেঁতুলপাতায় আমাদের নয় সুজনের আরাম কেদারা
২
বাতাসের একটা ঘরেই আমাদের সকলের সহস্র বছরের বসবাস
৩
মৃত্যুর বড় মূলধন আমাদের নেই, বাতাসে ছড়িয়ে দিই অতএব
৪
অরিজিনাল মুখেই ঝুলিয়ে রাখি হাসির মুখোশ, মুক্ত বাতাস মতন
৫
ভিতর থেকে ফোকলা দাঁতের হাসির সত্যাসত্য বাতাস শুধু জানে
৬
দ্বন্দ্ব থেকে বহুব্রীহিতে গতায়াতের ম্যাজিক টাচ ছিল বাতাসে
৭
বাতাসের বুকে কান পাতি যেই তোমার নরমে উষ্ণ হই
৮
ছাপার অক্ষরগুলি বাতাস সাঁতরে এসে শ্রেষ্ঠতার মুকুট তুলে ধরে
৯
কোলাহলের আড়ালে আমি নির্জনতম হয়ে যাই বাতাসি রঙে
১০
ভালোবাসার ভাগ দেয়া নিয়ে সংশয় থাকবে, তবে প্রিয় বাতাসের ভাগ হবে না

2 comments:
এ লেখার আবেদন মননের কাছে। । এইযে একটিমাত্র লাইনে , কয়েকটি শব্দে বলে ফেলা, এ অপূর্ব।
এ লেখার আবেদন মননের কাছে। । এইযে একটিমাত্র লাইনে , কয়েকটি শব্দে বলে ফেলা, এ অপূর্ব।
Post a Comment