জ্যোতি পোদ্দার
দশভূজার দশদিক
১
তোমার সশব্দ হাসির শব্দ দিয়ে হলুদমুখী হাঁস এঁকেছি।
২
ঝুমকো জবার পাশে মুখ রেখে দেখেছি তুমি দেবী না।
৩
তোমার মুখশ্রী প্রতিদিনের পেপার--প্রত্যহ নতুন--উষ্ণময়।
৪
শেকড়ে টান পড়লে আকাশ দূরের পথ-- নইলে হাত বাড়িয়ে চিবুক ছোঁয়া।
৫
চিবুকের তিলফুলে আমার নিত্য আহ্নিক নিত্য পাঠ।
৬
মুভভর্তি স্তনবোঁটা নিয়ে চুকচুক গীতনাট্যের নামই কাম।
৭
শালিকের ঝাপটানো ডানায় দেখেছি লেগে তোমার উচ্ছ্বাস।
৮
যে-মুখ জলে ভাসে সে-ছবি আঁকলেও তাকে দূরেই রাখি।
৯
তোমার চোখের জলে নৌকাভর্তি বেদনা-- চরায় আটকে আছে।
১০
ফাপরে ফাপরে দিন দীর্ঘ রেললাইন --কোথাও মিলন নেই।

No comments:
Post a Comment