Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ প্রকাশ ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

প্রকাশ ঘোষাল

অনর্থক স্পেক্ট্রাম

১.
মরিচ মাখা চোখ পেরিয়ে কবন্ধরা সারাদিন ঈশ্বর নাচায়

২.
উড়ালপুলের ছায়া জ্বলে তবু,নিরক্ষবলয় জুড়ে বিবাহবাসর। 

৩.
ভূমিকা বদলে গেলে গিরগিটি ঘাড়ে বসে উপনিষদ পড়ে। 

৪.
অন্ধ আর অন্ধতার খুশিতে বিনা ভাড়ায় গীতবিতান ছুটছে শহরে। 

৫.
বরফের দ্রাঘিমা রেখায় গরীব তাঁবুর নিচে আমাদের লেখা হবে সুন্দর এপিটাফ। 

৬.
সাফল্য আর ব্যর্থতার ফাঁকে মাছরাঙা লিখে যাচ্ছে জলের  ক্যালেন্ডার। 

৭.
জাতীয় পতাকার নিচে মাদারি  খেলায় স্বপ্নেরা বেফিকির  দেবতা বিমুখ। 

৮.
কচ্ছপের সর্দি হলে সমুদ্র ছিঁড়ে ফেলে জলের পোশাক। 

৯.
রানওয়ে ছুটছে ব্যালকনির কুয়াশায় তবু মৃত্যুর শেষে ওড়ে ময়ূর পালক।

১০.
শীতের ড্রয়িংবুকে ঋতু বদলের ছবি আঁকছে পাশের বাড়ির টিকটিকি।
 


No comments: