Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ বাসব মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

বাসব মণ্ডল 

স্বগতোক্তি


এক
প্রত্যেকটা জন্মদিন ই একটা ডিসক্লেমার

দুই
আয়নাও এখন মিথ্যাচার করে

তিন
ঘুমের মধ্যে আমি একটু একটু করে সিরিয়াল 
কিলার  হয়ে উঠি

চার
প্রত্যেক প্রেমিকের মনের ছাদে,ভেজা রুমাল শুকোয়

পাঁচ 
সব সম্পর্কই মাঝে মাঝে সেনিটাইজ করে নিতে হয় 

ছয়
বালিশের তলায় গড়েছি 'এরিসেড' এর পৃথিবী

সাত
ছাতা,বৃষ্টির সমশব্দ না বিপরীত শব্দ?

আট
পরজন্মে ঠাকুর নয় ধূপ হবো

নয়
আলো আর অন্ধকারে আড়ালে পুড়ে যেতে চাই

দশ
শব্দহীনতা একটা রাজনৈতিক পদক্ষেপ 

No comments: