Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুকন্যা ভট্টাচার্য্য

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

সুকন্যা ভট্টাচার্য্য

আলোছায়া

এতো রঙের মাঝে স্বচ্ছতা শুধু সাদা-কালো।


উদাসীন 

মন বিতান জানেনা গাছ কাটার খবর।


মুখ

 ওড়না উড়ে ঢেকে দিয়েছে আকাশ, আকাশ চাঁদপানা..।


বীতশোক 

লাল দিঘি নীল জল, চেয়ে আছে টলটল।


শাহাজাদা

মনভূমে  শীত কাক, ভোরেই হাঁকডাক।


সন্ধানী 

আলো জ্বালিয়ে জোনাক পোকা তোমায় খুঁজে মরে।


চিরায়ত 

চাঁদের নরম সুতো হাতে ধরা ছিল তবু টানতে সাহস হল না।


শীত

 রোদ্দুর ভোরে বিড়ালের গা গরমের আমেজ।


অধরা

স্বপ্নে, চষা জমি বুননের গান....


ব্যাকুল

ঝাঁপ দিল খ্যাপা মন ঝাপসা ইসারায়।


No comments: