উদিত শর্মা
নির্বাচন
প্রতিবাদী তর্জনী ঘোরে বোতামে বোতামে
ফসল
লাঙল-কলম দিয়ে চষা অদৃশ্য এই পথ
ঝড়
আচমকাই ঝড় আসে, পাতায় পাতায় বিস্ফোরণ
সারাদিন
কথার সঙ্গে ঘর, পক্ষে বিপক্ষে ঝড়
আশা
অমরত্বের স্বপ্ন খোঁজে বায়োনিক চোখ
অন্তর্দন্দ
নির্বিকার পোশাকে ঢাকা হাড়ের কুচকাওয়াজ
ডাইনিং টেবিল
ডাইনিং টেবিলের সারেগামায় মগ্ন অনর্গলের বাটিচচ্চরি
সাইড লাইন
মাঝমাঠের বিষন্নতা পেরিয়ে বল চলে যায়, ড্রপ খেতে খেতে
স্রোত
নীরবতার পাত্র ধরে প্রবাহিনী স্রোত
ড্যাশবোর্ড
ড্যাশবোর্ডে ফুটে ওঠে লং-এলাচের মৌতাত
প্রতিবাদী তর্জনী ঘোরে বোতামে বোতামে
ফসল
লাঙল-কলম দিয়ে চষা অদৃশ্য এই পথ
ঝড়
আচমকাই ঝড় আসে, পাতায় পাতায় বিস্ফোরণ
সারাদিন
কথার সঙ্গে ঘর, পক্ষে বিপক্ষে ঝড়
আশা
অমরত্বের স্বপ্ন খোঁজে বায়োনিক চোখ
অন্তর্দন্দ
নির্বিকার পোশাকে ঢাকা হাড়ের কুচকাওয়াজ
ডাইনিং টেবিল
ডাইনিং টেবিলের সারেগামায় মগ্ন অনর্গলের বাটিচচ্চরি
সাইড লাইন
মাঝমাঠের বিষন্নতা পেরিয়ে বল চলে যায়, ড্রপ খেতে খেতে
স্রোত
নীরবতার পাত্র ধরে প্রবাহিনী স্রোত
ড্যাশবোর্ড
ড্যাশবোর্ডে ফুটে ওঠে লং-এলাচের মৌতাত

No comments:
Post a Comment