অভিজিৎ পালচৌধুরী
লাইফের টুকিটাকি...
১.
তোমার চোখে জল নেই, অপার অনন্ত আঁকা ।
২.
আবছা ফেরিঘাট কুয়াশায়, প্রতীক্ষায় যেন কেউ।
৩.
ক্ষেত্রফল কষতে চাওয়া পরিসীমাহীন বৃত্তের ।
৪.
ডিঙ্গি নৌকোঘর ছলাৎ ছলাৎ, উজান দরিয়ায় ।
৫.
খালাস চাইলে জীবন মুচকি হেসে ওঠে ।
৬.
পথ আগলে ফসল শ্রমিক, পা রাখবে কোথায় !
৭.
শব্দের বীজে ফুল ফুটেছে, চাঁদ উঠবে কি আজ !
৮.
ভোরের ভ্যান-রিকশা সবুজ বিষাদ বয়ে যায় ।
৯.
স্বপ্ন-কুটে রাখা ব্যঞ্জণ, মন তবু ঐ সবুজ ধ্যানে ।
১০.
আনপ্লাগড্ মৃত্যুর ঝর্ণাতলায় ভেজে মুহূর্ত জীবন।

No comments:
Post a Comment