Showing posts with label সম্পাদক সংখ্যা. Show all posts
Showing posts with label সম্পাদক সংখ্যা. Show all posts

Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অভিজিৎ দাসকর্মকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
দীপান্বিতা সংখ্যা
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন-এর বিশেষ আকর্ষণ  দীপান্বিতায় "সম্পাদক সংখ্যা "। সকলে পড়ুন। মতামত দিন। 
সঙ্গে থাকুন। পড়তে থাকুন।



সম্পাদকীয় নয় কিন্তু ___  
অভিজিৎ দাসকর্মকার


আমাদের ১টি স্বরাজ প্রবৃত্তি আছে,নিজেকে প্রথম বলে প্রতিষ্ঠা করতে পারার। আমি বাপু এতো বুঝি না।কিছু নতুনত্ব কে নবনাইজড্ ভাবে প্রকাশ করার ইচ্ছে আর তার সাথে চাহিদা স্পার্কলিং করে।তার সাথে সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের পাঠকদের ভালোবাসা,এবং আমার প্রিয়জনদের মতামত, তাই হয়তো মসৃণভাবে করে ফেলতে পারা সম্ভব হয় বিভিন্ন সংখ্যাগুলো।

যেমন,
✪ ৩৩জন বাংলাদেশের  কবি নিয়ে বাংলাদেশ সংখ্যা করলাম।
✪ শারদীয় সংখ্যা করলাম ৪টি, সারা অক্টোবর মাস জুড়ে।
✪ ছক্কা ফর্ম কবিতার বিশেষ সংখ্যা করলাম ১৩জন কবি নিয়ে।

আবার আজকের দীপান্বিতা সংখ্যা প্রকাশ করলাম শুধুমাত্র অনলাইন /ওয়েবজিন পত্রিকার সম্পাদকদের লেখা নিয়ে।অনেকে সাড়া দিতে পারলেন না।তবুও অনেকেই সাড়া দিয়েছেন।যারা পেরে উঠলেন না তাঁরাও সকলে ভালোবাসা নেবেন, যাঁরা সাড়া দিয়েছেন তাদেরও ভালোবাসা রইল।

কেনো করছি?__
আসলে নিজেকে,নিজের লেখাকে সবসময় ভাঙতে চাই,বিবর্তন অভিযোজনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই, তাই প্রয়াস করে চলেছি।তাহলে নিজের প্রকাশনায় আগের নতুনকে এখনকার নতুন দিয়ে ভাঙবো না! বিবর্তিত করবো না!

আমি শুধু সম্পাদনার কাজ করি।সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন সকলের প্রয়াস।তাই সকলে যারা লেখেন, লিখেছেন এবং লিখবেন বলে ভাবছেন তাদের সকলকে এবং আমার পত্রিকার সকল পাঠকদের শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানালাম।

ভালো থাকবেন। সুস্থ থাকবেন। 


 


✪ দীপান্বিতা সংখ্যা ≈ কাজল সেন

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||       
দীপান্বিতা সংখ্যা


 










সম্পাদক~ কাজল সেন-এর কবিতা

কালিমাটি অনলাইন-পত্রিকা,(প্রতি মাসে প্রকাশিত হয়)

মুখ ও মুখোশ

যখন আমার মাত্র তিন বছর বয়স

আমি এঁকেছিলাম একটা গাছের ছবি

আর যখন বয়স ছয়

একটা জঙ্গলের ছবি এঁকেছিলাম

আরও ছ’বছর পর যখন আমার বয়স বারো

আমার ড্রইংখাতায় একে একে উঁকি মারতে

শুরু করেছিল কিছু মুখ

অপরিচিত মুখ

তারপর সেই মুখগুলো যখন হলো মুখর

ফুটে উঠল তাদের গৃহস্থালি ঘর

আমি অবাক হলাম

মনে হলো এসবই তো আমার চেনাজানা

বহুদিনের বহুযুগের চেনাজানা

আমার ড্রইংখাতায় তারপর শুধুই মানুষের মুখ

অথচ বুঝতেই পারিনি এভাবে মুখ আঁকতে আঁকতে

কখন যে সরে এসেছি মুখ থেকে মুখোশে

এখন আমি শুধু মুখোশই আঁকি

মুখ ঢাকা পড়েছে আজ মুখোশের আড়ালে


✪ দীপান্বিতা সংখ্যা ≈ তাপসকিরণ রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||         
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ তাপসকিরণ রায়ের কবিতা

স্বরধ্বনি ব্লগ ম্যাগাজিন

তালা 

 

পরিপাটি ভেঙে যেতে যেতে  

কত না আয়োজন

তোমাকেই নিতে হয় বারবার

তার উদ্দন্ড তালার চাবিতে রাখা আছে গুপ্তস্থান

অযথা ফসলের ঘাস জন্মায়

পতিত জমি চাষের একটি কৃষক

তার নাঙল ফালায় ধরেছিল বৈধতা

সে জমির ফসল আগলাতে আগলাতে

রাত ভোর হয়ে যেত

এখন আর কোনও লেনদেন নেই

খোলা মাচান পেতে তুমি ঘুমিয়ে থাকো  


আঁচ 

 

ভিটামিন ডি’র উৎস তোমার যে যে স্থানে লাগে না

রোদ্দুরের বড় প্রয়োজন

দেহকে পোশাকের মতো টাঙিয়ে রাখতে গিয়ে

একটা ছাদ উঁকি মারে।

তোমার ব্রা-প্যান্টি উড়ে গেল বাতাসে

একজন সে জানে না কে তুমি !

তবু তার ঘ্রাণে তুমি ছিলে--

সে পুরুষ একটি নারীর আঁচ জেনে নেয়।

✪ দীপান্বিতা সংখ্যা ≈ সৌমিত্র রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা














সম্পাদক ~সৌমিত্র রায়-এর কবিতা
দৈনিক বাংলা ব্লগজিন।

এক টুকরো সকাল

এই শহর ; অনেকের না জাগা সকাল ; তবুও সকালের ইতস্তত ঠাণ্ডা হাওয়ায় উষ্ণতার আনন্দ বিলোচ্ছে সূর্য ; ফেরিওয়ালা হাঁকছে~ সব্জী লাগবে... সব্জী... ?

এই যে হাঁকডাক ৷ শোনা ৷ কোনটা কতটা রাসায়নিক আর কতটাই বা অর্গানিক ! হে জীবনের রসায়ন~

আজ আর বেশী কিছু বেজে উঠছে না আমার কবিতায় !

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অমিত চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ অমিত চক্রবর্তী-এর কবিতা

অভিব্যক্তি অনলাইন-পত্রিকা,(প্রতি মাসে প্রকাশিত হয়)


আবদার


ধর, তোমার সঙ্গে আমার খুব দূরে দূরের প্রেম

আর আমি হঠাৎ চোখ বুজে বললাম

শ্যামলিমা, বড্ড গরম এখানে,

পাঠাও না তোমার দেশের সেই শীতল জলের কণা

একটি অবনতা মেঘের ভারে, আর ঘন মল্লারের আড়ম্বরে ।

 

আর অমনি চোখ খুলতেই

অনুপম এক স্ফটিক বিন্দু ভেসে এলো ক্ষণে ক্ষণে,

প্রতিসর তার তনুতে তনুতে,

রামধনু রঙ বেয়াল্লিশের কোণে ।

 

আবার ধর, তোমার সঙ্গে আমার খুব কাছে থেকে প্রেম

আর আমি হঠাৎ চোখ বুজে বললাম

আদরিমা, বড্ড সংশয় এখানে,

ছোঁয়াও না তোমার নভের সেই শান্ত জাদুর স্পর্শ

ভোর রজনীর মৌনপারে আর রাতজাগা সুরে মালকৌশে ।

 

আর অমনি চোখ খুলতেই

অনুভব এক ফুল্ল, দীপ্ত ভেসে এল ফের মনে

সংহত সেই তনুতে তনুতে

অভয় অনির্বাণ, রোমাঞ্চ ক্ষণে ক্ষণে ।

✪ দীপান্বিতা সংখ্যা ≈ বিশ্বজিৎ দাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||            
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~বিশ্বজিৎ দাসের কবিতা 

ছায়ারোদ ব্লগজিন,একটি প্রতি মাসের প্রয়াস 


আয়নার দিকে

আঙুলের দেওয়াল বেয়ে ওঠা
                  ছায়ায় খেলে হাত

খুনের খণ্ডিত ছাপ, অনুরাগে
উঠেছে লজ্জিত
                      ঢেউ

বাতাসের ভিতরে জেগেছে আরও
দু'একটি অতীত ঢাকা ব্যক্তিগত ঘুম

           অসাড় হয়েছে আজ
      তাহাদের সমস্ত জিভের

বাকি কথাগুলো। কে যেন শুনিয়ে দিচ্ছে
পালকের প্রেম ঝরে পড়ে,
                            ফ্যাকাসে পা

ঝুলে থাকা এই শেষ অভিনন্দনের
কাছে রেখে দেয়, জ্যোৎস্নার মাদকতা

অতপর ছেলেটি, 
চলে যায় আয়নার পূর্ব দিকে...

✪ দীপান্বিতা সংখ্যা ≈ শ্যামশ্রী রায় কর্মকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    
দীপান্বিতা সংখ্যা














সম্পাদক ~ শ্যামশ্রী রায় কর্মকার-এর কবিতা
'সাহিত্য এখন' ব্লগজিন। ত্রৈমাসিক পত্রিকা।

ছায়া-রেলিং এর পার্ক

একটি দীর্ঘ বেঞ্চ কিনে রাখব, বেদুইন  রঙ
ঘাসে ফুল ফুটে থাকবে, প্রসারপিনার চুল যেন 
দু'একটা পাখি উড়বে, দু'একটা ধানে মুখ দিয়ে 
অলস গল্প করবে,  টুইহুট টুহুইট টুহু
একটু দূরের জলে প্রবাল পায়ের রাজহাঁস 
মাঝির অনাদি নৌকা ভেসে যাবে সমান্তরালে  
পবিত্র শ্লোকের চলচিত্র দেখে যক্ষিণী মেঘেরা
সমুদ্র মনে করে ডুব দিতে যাবে আশরীর
এহেন কুঞ্জবনে তুঁহুঁ রবে বেজে ওঠে  বাঁশি 
গুপ্তপ্রণয়বর্ণ কমনীয় এসব বিকেলে 
একটি জাদু কলম, খাতা আর অঢেল সময় 
এই তো অপার্থিব, এর বেশি কী চাইব বল
ওপারজীবন থেকে এইভাবে পৃথিবীকে দেখা  
তুমি ভাববে বাড়াবাড়ি, আমি ভাবব আহা! স্মৃতিটুকু

✪ দীপান্বিতা সংখ্যা ≈ বঙ্গ রাখাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     
দীপান্বিতা সংখ্যা














সম্পাদক ~ বঙ্গ রাখাল-এর অণুগল্প 
দৃষ্টান্ত ব্লগজিন

কপাল পোড়া ছন্যছাড়া

মাথার মধ্যে গুমট অন্ধকার দলা পাকিয়ে বসে আছে। নিজেকে নিয়ে কয়েকদিন বড়বেশি ভয় হচ্ছে। না জানি কবে না কবে চোখের জানালা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। প্রশ্বাসের সাথে একদিন জড়িয়ে ছিল মায়ের আদর মাখা শরীরী ঘ্রাণ আর আজ অন্য নারীর। আমার কাছে নিজেকে এক নোংরা পুরুষ মনে হয়। বাঁচার নেশায় যে আমি একদিন গ্রাম থেকে পালিয়ে বেঁচে ছিলাম। অজানা এক শংকা এখনও আমার পিছু পিছু দৌড়াই। সেদিন খুলির ভিতরে রেখে পান করেছি তোমার মস্তক-স্মৃতির মাদুরে রেখেছি অক্ষরহীন কিছু মানুষের চোখ মুখ নাক। নিপুণ হাতে রেখেছি তোমার হাতের চিঠি আর আসল মানুষের বুকপকেটের হৃৎপিণ্ড। নদীর জোয়ারের জলে তিক্ততার নুন। তবুও আমি আমরা ঢেকে রাখি পাহাড় সমান আবাদী জমির ক্ষেত। বাবার কাছে বুকের শস্যে দাঁত মেলে হাসে অবসাদের আরাধনার বুড়ি। এখন আমাদের ঘাড় কাত জীবনের হয়তো বা কিছুটা অবসান হতে পারে। কেননা বাবার হাতে জন্মেছে কাঁকড়া বিলের শতশত মাছ। নিঃসঙ্গতা কাকে বলে তুমি কি জানতে-ওহে বিরহীনি?কত কাল তোমাদের বাড়ির দিকে আমার পা পড়েনি, ঝাউয়ের বুকের কাছে লুকিয়ে দয়াল বাবা কলা খাবে গানটি গেয়ে আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছি নিঠুর দরদীয়াকে। কামান্নার এক ঝাঁক তাগড়া জোওয়ানের ছবি সেদিন বুবে চেপে মা-বেড়াচ্ছে বয়ে অনেক অনেকটা বছর- কি জবাব দেবেন মহামান্য সম্প্রদায়। শপথ নিয়ে ছিলাম বাঁচব এবং বাঁচাব বলেই সেই কথা আর আজ রাখতে পারলাম কই? ভয়ঙ্কর এক বেদনার চপেটাঘাত আমাকে দিনকে দিন একজন প্রতিবাদি মানুষ করে তুলেছে। নিভৃতে যে একদিন সাইকেলে সুর তুলে হাকিয়ে ফিরেছে শহরতলী গ্রামের কোলাহসকাল সে আজ উড়ে যাই প্রেমের নগরে-মাটির কাছে। মাটির ভুবনে অনেকেই সাজাতে চাই নিজের মত পৃথিবী, ঘোড়ার ডিম বিক্রি করে রাখতে চাই নিজের সম্মান, সেখানে আমি এক নিতান্ত কপাল পোড়া ছন্যছাড়া বালক

 


✪ দীপান্বিতা সংখ্যা ≈ অরিজিৎ চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা












সম্পাদক ~অরিজিৎ চক্রবর্তী 
বইতরণী ব্লগজিন, প্রতি মাসে

জীবনচক্র

প্রেক্ষাপট মায়া। তুমি কি মায়াবিনী?

কল্পনা করলাম আর্ট‌েজীয় কূপ‌ের ব‌িবরণ...

ফ্রান্স‌ের আঁত‌োয়া অঞ্চল‌ে যদি একগোছা 
বিষণ্ন স্ট্রবেরী তোমাকে উপহার দিতাম
আর বলতাম জটিলতার গিনিপিগগুলো বয়ঃসন্ধির শুরুতেই আমাকে ঋনাত্মক করেছে...

তাহলে পুনর্লিখিত কোন এলিজির উপান্তে সেরিকালচারের গুরুত্বে বোনা তোমার কামিজটি প্রত্যাসন্ন রাতের বারণকে 
এভাবে আভরণ দিতো না।

প্রকারভেদ যাই থাক
সুতোর প্রকৃতি অনুসারে
একটি অযৌন জননের খোঁজে 
সম্পর্ক ছদ্মবেশ নেয়

গভীরতা! একমাত্র ভুলে থাকার উপায়...

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অনিমেষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ অনিমেষ-এর কবিতা

Web ডুয়ার্স (ব্লগজিন),(প্রতি মাসে প্রকাশিত হয়)


আশ্রিত

চরিত্রগত দিক থেকে তুমি আমি এক হয়ে গেছি কবেই ,
লাউডগার মতো তেড়েফুঁড়ে একপেশে ।

কলারের নীচে ঘুনপোকা-
সকল প্রকার বহিরাগত প্রেমিক প্রধান আশ্রয় ।

নতুন বিছানায় নতুন বালিশের তুলো ভরে রাখছো আগন্তুক জেনে।
আর চরকি কাটবে বলে এলিয়ে দিয়েছো অপ্রস্তুত দুধশাদা মেয়েটির পিঠ.

✪ দীপান্বিতা সংখ্যা ≈ শীলা বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   
দীপান্বিতা সংখ্যা












 

সম্পাদক~ শীলা বিশ্বাসের কবিতা 
এবং সইকথা ব্লগজিন, (একটি ত্রৈমাসিক ব্লগজিন)

হঠাত দেখা

 বগি নম্বর মনে নেই
 সেদিন মধ্যে খণ্ড-ত বসিয়ে ভাব জমিয়ে নিল বেশ
 মেঘ সমস্ত স্টোরেজ সিস্টেমের ভার নিয়ে 
 আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস ঘোষণা করল
 জ্বরের আশঙ্কা নেই 
 মন ফুরফুরে হলেই প্রবল ঢুকে পড়বে 
 পেরেক পিলারে পোঁতা যায় না 
 মুচকি হাসির মধ্যে চোখের ভাষা গুঁজে দিয়ে হাওয়া ফেরারী  
 এবার বলো ৯টা ৮  নাকি ৯ টা ৫০ ধরবে?

দাগ
   
আসলে বিভ্রমও কিছু নতুন বলে
স্পষ্টতার থেকেও
এই যেমন দারুচিনি গন্ধ মাখা দূরদ্বীপের এক বিভ্রমের নাম ‘তুই’
মেঘ যেখানে থই না পাওয়া ইচ্ছামান্দাস 
জেগে থাকা চরে কে যে কার নাম লেখে
আর কোন ঢেউ এসে মুছে দেয় অচানক
সব গল্প লিখিত নয়
সতর্কীকরণ সত্ত্বেও লিখিত যা কিছু
আত্মচরিত ভেবে ভুল করে পাঠক
তারপর ক্ষয়ে যাওয়া ইরেজারে দাগ তুলতে তুলতে
আসলে দাগই রেখে যায়



✪ দীপান্বিতা সংখ্যা ≈ নিলয় নন্দী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    
দীপান্বিতা সংখ্যা














সম্পাদক~  নিলয় নন্দী- কবিতা

বাতিঘর অনলাইন একটি ত্রৈমাসিক অনলাইন পত্রিকা 


দেয়াল কথা

তুমিও কি কথা বলো? দেয়ালের কান আছে জেনেও অযথা জোয়ার হও। বালিয়াড়ি বাঁধ। বনস্থলী বুক। কেন যে বাউলানী সেজে থাকো ? মোহনায় খুঁজে নাও বাড়ি, আয়না শরীর। কথাদের গেরস্থালী ভেসে যায়। নিঃশ্বাসের বুদবুদ। এই মুখ সহসা তোমার মুখ। শুদ্ধ সারং। ডাকলে না এসে পারিনা। 

দেয়াল পেরিয়ে ছাদ পেরিয়ে তুমিও কি... 

২ 
আমিও কথা বলি জানো। সেইসব কথারা ঝুলে থাকে হ্যাঙারে। দোল খায়। তারপর চৈত্রের পাতার মত, না, ছেড়ে রাখা ভারি ট্রাউজার্সের মত টুপ করে ঝরে পড়ে। খুচরো ছড়িয়ে পড়ে মেঝেতে। গড়াতে গড়াতে খাটের তলায় দু একজন। আমি উবু হয়ে বসে খুঁজতে থাকি লকডাউনের গল্প। অন্ধকারে সুড়সুড়ি পিঁপড়ের মত কথারাও গা বেয়ে ওঠে। শীত আসছে। পিঁপড়েও মেখে নিচ্ছে পিছুটান হিম। জলের গান বা ভুলে যাওয়া স্বরলিপি। দেরি হয়ে যাচ্ছে। কে যেন পড়ে ফেলছে অপ্রকাশিত কবিতা। সংলাপ বা বারবিকিউ যাই পুড়ুক, উপসংহার একাকীত্ব।

এককাপ কফি হয়ে যাক....

৩ 
দেয়াল জুড়ে কৌণিক ফটোফ্রেম।
কথারাও ঘুমিয়ে কাদা। 



✪ দীপান্বিতা সংখ্যা ≈ চন্দ্রদীপা সেনশর্মা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      
দীপান্বিতা সংখ্যা 














সম্পাদক~চন্দ্রদীপা সেনশর্মা-র কবিতা
১৪০০ সাল ব্লগজিন, প্রতিমাসে প্রকাশিত হয়

নবান্ন
                              
চতুর্থ যামের রাত, মসি কালো
শৃঙ্গার ধুয়ে যাচ্ছে সোহিনীধুনে,
সন্ন্যাসী রঙে জেগে উঠছে ত্রিকালজ্ঞ ভোর।
তন্দ্রাঘোর নড়েচড়ে খুঁজে নিচ্ছে স্নানঘাট
ঝরে পড়ছে প্রার্থনার প্রথম গায়ত্রী, সূর্যপ্রণাম
স্তব ধ্বনি ঝংকার।

পশ্চিম আকাশের গায়ে আইভরি চাঁদ অস্তায়মান।
গতরাতে কোজাগরীর অপূর্ব রূপ
আঁজলা ভরে পান করেছে পোয়াতি ধানচারা
নুয়ে আছে প্রসবের ব্যথা নিয়ে,
সূর্যের সন্ন্যাসে সাদা ফুটে উঠছে, লক্ষ্মীর ঝাঁপি
ভরে উঠছে অন্নের সদ্যপ্রসূত খিদের গন্ধে...

✪ দীপান্বিতা সংখ্যা ≈ আমিনুল ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ আমিনুল ইসলাম-এর কবিতা

ভুবনডাঙ্গা ব্লগজিন,(প্রতি মাসে প্রকাশিত হয়)

দেহবিলাস

এই যে-

ছবিতে  লজ্জা নেই!

অনভিপ্রেত  প্রশ্নের আগমন...

আছে আসলে 

প্রচ্ছন্নকাল

এখন  ~

~  ভোর!

ডি-ড্রাইভ      কুয়াচ্ছন্ন

বাতাস  ~  ~
হু  ~      হু  ~
উড়ছে আঁচল


প্রশমিত লজ্জার       মুদ্রণ

মুদ্রায়  জরিপ


একা  ১টিও আয়না      নেই

বেহায়া শরম  কপুর

উদ্বায়ী পরমায়ু ~

লাঙলের  যৌনতায় সম্মত

এই       দেহবিবর