চন্দ্রদীপা সেনশর্মা
১. অবরুদ্ধ
যেদিকে তাকাই সারি সারি দেয়াল, ঝরাপাতার হাহা-রব
২. হেমন্তের অতিকথন
বয়স ঝুঁকে এলে কথারা অনর্গল...
৩. সাম-সংগীত
এখন সন্ধিত সময়, এখন সমবেত সংগীত...
৪. বৃন্তচ্যুতি(Fall)
শিশিরের চুম্বনে কেঁপে ওঠে বৃক্ষপত্র, নম্রপতন!
৫. পর্ণমোচী
প্রকৃতির তুলিতে রং বদলায় পাতা, জীবনও
৬. দূরত্ব
ঝরাপাতা উড়ে যায় বৃক্ষ থেকে দূর বহুদূর
৭. Pleasure
পতন এবং উড়ান শব্দ দুটি, নিবিড়তর নিবিড়তার...
৮. বিষণ্ন মুহূর্ত
হে বিচ্ছিন্ন অনুরাগ, ঝরে যাও, please fall
৯. অগ্রহায়ণ
একদিকে নবান্ন, একদিকে পর্ণমোচন
১০. বিদায়বেলায়
পথটুকু অনতিক্ৰম্য, হাঁটা ছিল বলে বোঝা যায়নি।

No comments:
Post a Comment