শম্পা ব্যানার্জি
এক লাইনের কবিতা
১.জানতে চাও বেঁচে থাকা, যখন স্বপ্নে দেখি তোমায় ।
২. কাঁটার বাস্তব নয়, পাপড়ি জুড়ে শুধু গোলাপি ভালোবাসা।
৩. বিদায় চেয়েছিলে, তাই খুঁজে নিলাম তোমায় পৃথিবীর আলোয়।
৪. তোমায় শুনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত, ম্যাপলের গানে।
৫. ঝরে যাওয়া ম্যাপল পাতার মর্মর ধ্বনি, চিঠি লেখে তোমায়।
৬.ভালোলাগা সে শুধু বেঁচে থাকা, ভালোবাসা এই পথ চেয়ে থাকা।
৭. ঠিকানা এখন কুশি নদীর পাড়, পাহাড় জঙ্গল কিনছি রোজ, দেবো যে তোমায়।
৮. কুয়াশা আলোয় তুমিই তবে অশরীরি? জোছনা কলমে তোমার কথা বলি।
৯. আঁধারের বুকে পেয়েছি আকাশ গঙ্গা। অপেক্ষামান আমি, তোমার পথ চেয়ে।
১০, চলো, মেঘের উড়ানে, হেমন্তিকা শরীর ছোঁবে ঠোঁট, ঠিকানা হবে চিরবসন্তে।

No comments:
Post a Comment