Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ রোশনি ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

রোশনি ইসলাম

রঙিন ডানায়

১। আকাশ আর মাটির মাঝে বহুতল ঘর

২। বয়ে যাচ্ছে নদী ঝিলমিল রোদ্দুর পতঙ্গ উড়ছে

৩। ভাঙছে বাতাস পালতোলা নৌকা চাঁদনি রাত

৪। শব্দের সীমাহীন উত্থান-পতন ছড়িয়ে যায়

৫। গ্রহাণুর গতিশীল অলৌকিক চারণভূমি স্পষ্ট হয়

৬। মাথা ছোঁয় প্রাচীন বটবৃক্ষ কত সহজ কত নিকট

৭।  দূর থেকে ভেসে আসছে লোকসঙ্গীতের সুর

৮। তরঙ্গে তরঙ্গ ওঠে হেঁটে যায় ছায়াশরীর

৯। আকাশে বেশ কিছু বিমান উড়ে গেল

১০। এসো বুদবুদ অনন্ত দিগন্ত ছুঁয়ে খেলা করি

No comments: