Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুদীপ বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সুদীপ বিশ্বাস

শিরোনামহীন ১০টি লাইন

১] যন্ত্র না তাই যন্ত্রণা পাই।

২] আঙুল দিয়ে কী হৃদয় ছোঁয়া যায়?

৩] পাখিরাও সুখি নয়,ওরাও সংসারী।

৪] সবকিছু যায় যাক,ভালবাসা ছুঁয়ে থাক।

৫] এস নদী, এস ঢেউ, এস তুমি মেঘ।

৬] কী অদ্ভুত দিন! সবাই সবার সতীন!

৭] নরম জিনিসের আঘাতেই বেশি লাগে।

৮] উত্তরের মধ্যে লুকিয়ে থাকে  প্রশ্নেরা।

৯] কবির কথা গভীর কথা।

১০] রক্তের দাগ ডানায় লুকিয়ে রাখি।

No comments: