Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ পিনাকী রঞ্জন সামন্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

পিনাকী রঞ্জন সামন্ত

মরিচীকার মৌতাত 

১)  আমি আমি আমরা উড়ছে পতাকা ও মানুষ তবুও আকাশ একটাই ।

২)  মাটির বিছানায় জৌৎসনার অনাবিল হাসি

৩)  পিউ পিউ ডাকে পাখিরা কল্লোলিত স্রোতে

৪)  ব্ল্যাক ডাইমন্ড তুমিও হীরকের দ্যুতি আমার প্রেম, আমার ভালোবাসা ।

৫)  মালা গাঁথি পুষ্পে গাঁথি শব্দ কবিতায় বাকিটা জন্মভূমির কালো দাগ ।

৬)  বালির প্রতিভা থেকে জেগে ওঠে নদী ।

৭)  দৃশ্যত সব দৃশ্যই আকাশ আর অঙ্কের স্বরলিপি ।

৮)  পার্শ্বপ্রতিক্রিয়ার আরেক নাম দূষণ আমরা বলি মেডিসিন ।

৯) মাটির প্রতিমা থেকে জেগে ওঠে জল তরঙ্গ জল, তবুও জাগে না হৃদয় ।

১০)  কী লিখি তোমারে কলমে জোর কই তবু যেন হাওয়া হাওয়া খেলা ।


No comments: