Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্রীমহাদেব

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

শ্রীমহাদেব

তৃতীয় নির্বাচন

১ বড্ড ভালোবেসেছিলাম ,আজ তাই বসে আছি একা শহীদ মিনারে।

২  অরণ্য ভালোবাসায় পাখি হাসে কাঁদে কথা কয়,চিত্রগুপ্ত লিখে চলে বিচিত্র সভায়।
 
৩  সম্পর্কের তৃতীয় ব্যাকরণে  বসে আছে গনতকার ,তাকে এড়িয়ে চলো, ভালোবাসা পাবে।

৪ বালুতটে যতবার নাম লিখি ধুয়ে মুছে যায়,অরণ্য দিনে চলো গামছা  ওড়াই।
 
৫ রৌদ্দুর আর চড়াই পাখি বাসায় বসে মুখ ঘষে,আয়নায় ধরা পড়েনা কোনও প্রতিফলন। 

৬  ফাঁদ পেতে বসে আছে সময়,চিরহরিৎ বৃক্ষের সাথে কোনোও সমঝোতা নয়,শুধু লড়ে মরো।

৭ একটি পাখি জানে সমুদ্র ফুঁসে উঠলে ফুঁসলে নিয়ে যায় তৃতীয় ভ্রূণ।

৮ মনখারাপের গল্প পড়তে গিয়ে হেসে উঠি অবলীলায় ,গগণ চুম্বী মন যাকে কান্নায় ভেজানো কঠিন।

৯ নষ্ট হও ,প্রভুর পথ আগলে দাঁড়াও,পান থেকে চুন খসে পড়ে পড়ুক।

১০ যত দিন যায় কান্নার ভীত শক্ত পোক্ত হয়,তাকে আরাম কেদারায় বসাও,মুক্তি পাবে।



No comments: