আমিনুল ইসলাম
১দশক
১
কয়েক ফোটা চেতনার নীলে সাদা পায়রার পালক ভাঙছে ১আকাশ দুঃখের আয়না
২
প্রজাপতির ডানায় আঁকা টলটল জলের শরীরে লুকিয়েছিল জোনাকির স্রোত
৩
আফিমের গভীরে অগভীর সম্পৃক্ত খঞ্জর রেখে ঘুমিয়ে আছে কুমিরের শৈশব
৪
ক্লোরোফিলের মুচকি হাসি দেখে চনমনে রোদচশমা বেরিয়ে এলেন বারান্দায়
৫
না বলা কথার ওভার বাউন্ডারিতে জ্বলে উঠছে স্কোরবোর্ড
৬
স্রোত সম্পর্কিত জানালার পলক পড়তেই ১টি অন্ধকার দ্বিচারি হয়ে ওঠে
৭
দুয়োভাষ দরজার সামনে দাড়িয়ে আছেন নীল কাকাতুয়া
৮
৭ ও ১৭-র মাঝে ১০টি খোলা দিগন্তের সন্ধান রাখাছিল
৯
সুন্দরের দিকে ১০পা এগিয়ে গেলে গলতে শুরু করে বরফ
১০
বরফের হৃৎপিণ্ডে ১টি রিভলভার কুম্ভকর্ণের সাথে পাল্লা দিচ্ছে

No comments:
Post a Comment