Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ আমিনুল ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||

আমিনুল ইসলাম 

১দশক

কয়েক ফোটা চেতনার নীলে সাদা পায়রার পালক ভাঙছে ১আকাশ দুঃখের আয়না

প্রজাপতির ডানায় আঁকা টলটল জলের শরীরে লুকিয়েছিল জোনাকির স্রোত  

আফিমের গভীরে অগভীর সম্পৃক্ত খঞ্জর রেখে ঘুমিয়ে আছে কুমিরের শৈশব 

ক্লোরোফিলের মুচকি হাসি দেখে চনমনে রোদচশমা বেরিয়ে এলেন বারান্দায়

না বলা কথার ওভার বাউন্ডারিতে জ্বলে উঠছে স্কোরবোর্ড

স্রোত সম্পর্কিত জানালার পলক পড়তেই ১টি অন্ধকার দ্বিচারি হয়ে ওঠে 

দুয়োভাষ দরজার সামনে দাড়িয়ে আছেন নীল  কাকাতুয়া 

৭ ও ১৭-র মাঝে ১০টি খোলা দিগন্তের সন্ধান রাখাছিল 

সুন্দরের দিকে ১০পা এগিয়ে গেলে গলতে শুরু করে বরফ

১০
বরফের হৃৎপিণ্ডে ১টি রিভলভার কুম্ভকর্ণের সাথে পাল্লা দিচ্ছে

No comments: