Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ দেবাশিস মুখোপধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

দেবাশিস মুখোপধ্যায়

 এক লাইনের কবিতা

 
 ১. ভোরের পুঁথি খুলে গেলে রাধাভাব বারান্দার

২. সকালের সরোদে শাড়ি  নেচে ওঠে

৩. দুপুরের ঠোঁটে ভিজে যায় একটি পুকুর

৪. লেগেছে ফিরোজা রঙ যুগল বিকেলে

৫. সন্ধ্যার চুলে চিরুনি পড়তেই উজ্জ্বল তুলসীতলা

৬. রাত্রির পোশাকে কখন নজর লেগে যায়

৭. দীন হয়ে পড়ে আছে দিন

৮. মৃত্যুর এই নিঃশব্দ পাঠ রাত্রি চেনে

৯. দুপুর শরীরে তোমার খিদে  বিহ্বল করে দেয়

১০. গোধূলি আকাশে এতো রক্ত উন্মাদনা জাগায়

No comments: