Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সংযুক্তা পাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সংযুক্তা পাল 

১.সন্দর্শন

শয়তান দুহাতে মিলিয়ে দেখে নেয় মুদ্রার এ-পিঠ–ও-পিঠ।

২.লবনাক্ত

ঘামের ধর্ম নুন ঝরাবেই।

৩.বিষ্ময়বোধক

ঈশ্বর, আগুন ছুঁয়ে মিথ্যে বোলোনা!

৪.খাদ্য

খুদ-এ শর্করা মিশলে খাদ্যগুণের হিসেব অবান্তর।

৫.আসামী

ভরসন্ধের প্রদীপ সাক্ষী শরীর আসামী...

৬.রাত্রিমানবী

উনুনের আগুনে রুটি...রাত সেঁকে রাত্রিমানবী।

৭.অহল্যা-বৃত্তান্ত

ঋষিমন—দিনভর কর্ষণ, অবশেষে দো-ফসলী জমি।

৮.জন্মান্তর

একটা পুরোনো চশমা– পূর্বজন্মের স্মৃতি।

৯.জন্মজ

মানুষের 'গীতা-জন্ম' খুঁজে খুঁজে হয়রান ঈশ্বর।

১০.জৈবিক

হে আদিম দেবতা, কৃষ্ণগহ্বরে ভালোবাসা প্রবেশ করিও না।

No comments: