আলোক মণ্ডল
এক পঙ্ ক্তি
১.
অবসাদ
অফিস ফেরৎ দু'টি সেলফোন পাশাপাশি শুয়ে।
২.
নস্টালজিয়া
নতুন বইয়ের গন্ধে বাজে শৈশবের গান।
৩.
স্মৃতি
বাতাসের পিছু ধায় কিছু মরাঘাস হলুদ পাতা।
৪.
বার্ধক্য
অবহেলায় ঘরকোনে পড়ে, পুরানো পোস্টকার্ড।
৫.
রহস্য
হরপ্পার অন্ধকার খুলে রাখে অন্তর্বাস।
৬.
ভঙ্গুরতা
মন,কাচের টেবিলে কাচপাত্রে শুয়ে।
৭.
বিরহ
বৃষ্টি ভেজে একাকী টবের ফুল গাছ।
৮.
সুখ ও অ-সুখ
বাজারের থলি দেখে, প্রতিবেশীর সুখ ও অ-সুখ।
৯.
একাকীত্ব
মিলিত বৃক্ষের মাঝে গাছ তবু একা।
১০.
পরাধীন
কাউকে ধরে বা চেপে রাখা ক্লিপের ইচ্ছাধীন নয়।

No comments:
Post a Comment