শ্যামশ্রী রায় কর্মকার
দশেক্কে
১.একেকটি বাক্য বল, খুলে যায় শীতের ব্যান্ডেজ
২. যা বলিনি, তাকে তুমি ব্যর্থতা ভেবে ভুল করো
৩. শীতের জার্নাল খুলি, শোনা যায় চেরির স্লোগান
৪. চোখ শ্রাবণের পদাবলি, ছুঁয়ে আছে মগ্নতার ঘাট
৫. খাতায় না লেখা দিন,আমি তাকে ছুটি বলে ডাকি
৬. মৃত্যু ছাড়া আর কারও জন্যে আমি অপেক্ষা করি না।
৭. সঠিক চুম্বন জানে, হৃদয়ের ডাক নাম ঠোঁট
৮. জীবন আদতে যুদ্ধবাজ
৯. জলকে গোপন বলি, তার মুখে চাঁদের কুলুপ
১০. কবিতা জটিল ট্যাক্সি, আরও ছন্নমতি ড্রাইভার

No comments:
Post a Comment