Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সঞ্জয় চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সঞ্জয় চক্রবর্তী

বিতর্কিত ব্যঞ্জন 

1. ভীতির থেকে উপচে পড়া ছায়া এক গেলাস জলের গভীরে দাঁড়ায় ।

2. ঘৃণ্য পশুত্বের কাছে সোহাগ শিখে বেদেনী রেখেছে চোখ সর্পের চোখে ।

3. মৃত্যু দাও নিঠুরের মায়া, এই ঘুঘু চরানোর উঠোনটা ভেদ করে ।

4. একাত্তরের শেষে অঙ্ক ভুলেছি, উত্তাল সমুদ্রে যেভাবে ছেঁড়ে জাহাজের কাছি ।

5. কত নৃপতির স্বর্গরাজ্য গরলে ডুবেছে, তারই মাঝে ভিক্ষুকের পাত্রে অমৃত ।

6. এই রশ্মির ঝলমলে অসততায় কেউ অনুগামী, নিপাট ধ্যানে তখনও অন্তর্যামি ।

7. আদর্শের খেতে সোনালি ধানের বুকে দুধ, অনশনের খেলা স্পষ্টত প্রহসন ।

8. সন্ধের রহস্য ঘনীভূত, কাকভোরে ব্যান্ডেজে মোড়া কয়েকটা মতাদর্শের ক্ষত ।

9. সম্রাজ্ঞীর কোমল করতলে সমুদয় তৃণ হলুদাভ, বালুচরে শুধু নোনা অভিলাষ ।

10. ঋজু শরীরের বাঁকা অনুভূতিগুলো মধুমাসে রঙিন হয়েছে, অভুক্ত আজ কে ?

No comments: