Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুতপা ব‍্যানার্জী(রায়)

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সুতপা ব‍্যানার্জী(রায়)

অবিশ্বাস

স্নেহ, ভালবাসা, আন্তরিকতাও সিক্ত হয় অবিশ্বাসের নির্যাসে।

সখ‍্য

দুর্যোগের ভ্রমণে ভালবাসার উচ্চারণে সখ‍্যের যাপন।

খেলা

ভাঙাগড়ার এই ভুবনে নিত‍্য খেলি তারই সনে।

দুর্লভ

সোনা দামী হতে পারে সম্পর্ক আরো দুর্লভ।

ভ্রমণ

কত রাজপথ, জনপদ ভ্রমণে ভেসে ওঠে ছেলেবেলার মাঠ।

উল্লাস

ধর্মোন্মাদের উল্লাসের আস্ফালন, এক অদৃশ্য দেওয়াল লিখন।

ভক্তি

উদযাপনের আড়ম্বরে নয়, নির্মল প্রার্থনাই ভক্তি।

তঞ্চক

যতই বিশ্বাস কর তঞ্চকের স্বভাব অবিরাম আপন স্বার্থে।

তোমায় দেখি

দৃষ্টির আড়ালে, সুখের প্রতিবন্ধকতায় শুধু তোমায় দেখি।

অনুরাগ

সব অমিল, সমান্তরাল পথ চলার রূপান্তর ঘটে অনুরাগে।



No comments: