দেবযানী বসু
কবিতার দশচাকা~পাখিপড়ানো দাঁড়
১.
তালগাছ নিজের অজান্তে দুই পায়ে দাঁড়িয়েছে কখোন।
২.
কলঙ্কিত তোষকের মৃগনাভি হারানো এক দোষ।
৩.
মুরগির স্টু্য়ে ডুবে যাওয়া সংসার এক মোরগ বাঁচিয়েছে।
৪.
হাতির দাঁতে পালিশ লাগানো সকাল-সন্ধ্যা ছোটায় আমাকে।
৫.
দেশের মাথায় পড়ছে গরুর বাঁটের ভার্চুয়াল দুধ।
৬.
বুদ্ধুভুতুম ও পূর্নিমা চাঁদ একবারই আসে জীবনে।
৭.
গলির বাতিদন্ডের মাথায় ইদানিং হিরে জ্বলে।
৮.
ঠাকুরদার বলা গল্পের ভুতেদের আমি কঙ্কাল পরাই।
৯.
লকডাউনের ঝামরে পড়া পালকে একটু রঙ ধরেছে।
১০.
মনপোষা মৃত্যুগুলো সুযোগ পেলেই ঝাঁকে ঝাঁকে ওড়ে।
১.
তালগাছ নিজের অজান্তে দুই পায়ে দাঁড়িয়েছে কখোন।
২.
কলঙ্কিত তোষকের মৃগনাভি হারানো এক দোষ।
৩.
মুরগির স্টু্য়ে ডুবে যাওয়া সংসার এক মোরগ বাঁচিয়েছে।
৪.
হাতির দাঁতে পালিশ লাগানো সকাল-সন্ধ্যা ছোটায় আমাকে।
৫.
দেশের মাথায় পড়ছে গরুর বাঁটের ভার্চুয়াল দুধ।
৬.
বুদ্ধুভুতুম ও পূর্নিমা চাঁদ একবারই আসে জীবনে।
৭.
গলির বাতিদন্ডের মাথায় ইদানিং হিরে জ্বলে।
৮.
ঠাকুরদার বলা গল্পের ভুতেদের আমি কঙ্কাল পরাই।
৯.
লকডাউনের ঝামরে পড়া পালকে একটু রঙ ধরেছে।
১০.
মনপোষা মৃত্যুগুলো সুযোগ পেলেই ঝাঁকে ঝাঁকে ওড়ে।

No comments:
Post a Comment