Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ বিকাশরঞ্জন হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

বিকাশরঞ্জন  হালদার 

১০ টি কবিতা 

১.  বেঁচে আছি কণ্টকিত যিশুর  মতো সহনে 
২.  তুমি আসলেও  এলে না 
৩.  বৃষ্টিতেও আগুন জ্বলে 
৪.   বিশ্বাস হাত ফসকে পালিয়ে যায় 
৫.   আকাশটাকে জানলায় এনে ছোটো করতে নেই 
৬.   তুমি শেষবার হয়েছো কতো বার 
৭.   সম্পর্কের  সংজ্ঞা কোনো বেড়া হতে পারেনি  এখনও 
৮.    সবুজ মন আর সমুদ্র  সমার্থক 
৯.    শীত মানেই  শীতল নয় 
১০.  জীবন আসলে  আশ্চর্য কতকগুলো বাঁক 

No comments: