রঞ্জনা বসু
দরবারী কানাড়া
(১) দীর্ঘ শীতের পরে রোদ এসে উষ্ণতা দিও।
(২) অন্ত:পুরে ঢুকে পড়েছে জল নৌকাডুবি তো হবেই।
(৩) পৃথিবীর বুক ভর্তি দুঃখ বকুল তুমি কেঁদো।
(৪) ধূসর আলীঙ্গন ও বোঝে উপছে পড়া প্রেমহীনতাকে।
(৫) মন শুধু মৃত্যু বয়ে চলেছে ভালোবাসা বড় প্রয়োজন।
(৬) একা এবং একা দুই পাড়ে তুমি আর আমি।
(৭) অল্প কথায় বলে রাখি আবার আসবে ফিরে জানি।
(৮) এসো বাইরে এসো এবারে সম্পূর্ণ হয়ে উঠি।
(৯) অন্তরে শঙ্খ আমার নিয়ে চল সমুদ্রের দেশে।
(১০) জোৎস্নায় কাব্য পড়তে যেতে চাই তারাদের কাছে।

No comments:
Post a Comment