গৌতম তালুকদার
দশ কবিতার ডালা
১/
কবিতা কাঁচ নয় অভিমানী হদয় ।
২/
রোদে পুড়বো বলে কুয়াশায় ডুবে আছি।
৩/
খেয়া নিয়ে মন মাঝি যায় চলে যায় ।
৪/
আকাশের তাঁরারা কবে আমায়া ঘিরে রাখবে?
৫/
মেয়েটি কাজল কেন পড়লো না চোখে ?
৬/
তুমি কি রেখে চলে গেলে চাঁদের দেশে ?
৭/
জীবনের অপর নাম কচুর পাতা জল !
৮/
কেমন আছো তুমি তোমার দামী সোকেসের মাথায় ?
৯/
আকাশ কেন তুমি গঙ্গাকে ধরে রাখতে পার না ?
১০/
শীতের ঠোঁটে তোমায় দেব উষ্ণ চুম্বণ।

No comments:
Post a Comment