মোস্তফা মঈন
শবযাত্রা
বাবা মুক্তিযুদ্ধে শহীদ।মা ধর্ষণের শিকার।মেয়েটির শবযাত্রা!
বাঁশিওয়ালা
যে নদী কুয়াশা হয়ে গেছে আমি তার বাঁশিওয়ালা।
শিখা
মেয়েটি ছিলো আগুনের শিখা;
ছেলেটির চোখে তাতানো রোদ।
তারাফুল
গায়ে ফুটে আছে নিষ্ঠুরতার চিহ্ন।মনেফোটেছিলোতারাফুল।
স্বপ্ন
বাবা ছিলেন ভালোবাসা। মা
কৃতজ্ঞতা। আমি ছিলাম স্বপ্ন।
জীবন
জীবন! সে কেবল প্রতিকূল হাওয়ায়
উড়তে পছন্দ করে।
ফুঁ
যখন নিজেই একদম একটা সিগারেট, নিজেকে বাতাসে উড়াই।
বৃষ্টির ভায়োলিন
বৃষ্টির সাথে আমার জন্মের সম্পর্ক।বৃষ্টির ভায়োলিন শোনাবেন?
ঘুঘু
প্রথম ঘুঘু।দ্বিতীয় ঘাতক।ছুরি-রক্তে লাল গোধূলি খেলছে।
বাঘিনীর দুধ
জঙ্গলে এসে বুঝেছি, বাঘিনীর দুধ পান করা যায়।

No comments:
Post a Comment