Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ দীপ্ত অধিকারী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

দীপ্ত অধিকারী 

জীবন

১। "জীবন সুন্দর, তবুও বেঁচে থাকাটা রহস্যময়"
২।  "এসো ছুঁয়ে দেখি আর একবার অস্ত যাওয়ার আগে"
৩। "স্বপ্ন দেখি বলেই তোমায় এত ভালোবাসি"

৪। "প্রেম হয় খোলা আকাশের নিচে, ঘর বন্দি প্রেম মৃত্যুর সমান"

৫। "সুন্দর চেহারায় নয় মনের জানালায় খুঁজি তোমায়"

৬। "জলন্ত প্রদীপ চুষে নেয় রক্তমাখা শিষ"

৭। "ঘড়ির কাটা এখনও ঘুরছে, হয় তো থেমে যাবে তুমি চলে গেলে"

৮। "বলে দিও তারে, ঘুমন্ত শহর আজও জেগে আছে"

৯। "জীবন্ত লাশ খুঁজে পাই অবহেলার দ্বারে"...

১০। "আমারও একটি নদী আছে,যার কোনো কূল নেই আছে শুধু ঢেউ "

No comments: