তমাল মুখোপাধ্যায়
দশ অবগুণ্ঠন
১
বোতলের ক্যারিয়ারে জল অথবা দুধের স্বপ্ন কিছু নেই।
২
মাথার সাইজের থেকে বড় টুপি স্বপ্ন ঢেকে দিচ্ছে।
৩
শীতের চাদরে ওম নেই - আসলে তো কুয়াশা মাখানো জিজ্ঞাসা।
৪
ওষুধের পথ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, বিবশ।
৫
আগুনটা একটু উসকে দেখা দরকার বড় হাঁড়ি চাপানো যায় কিনা?
৬
গানের আসরে অনুপস্থিতি আরও পঙ্গু করে চিন্তার বিস্তার
৭
যাদের না লিখে নিস্তার নেই তারা এক একটা অতিরিক্ত জিন বিশিষ্ট
৮
ধার করা গাড়িতে চেপে গন্তব্যে পৌঁছানো সহজ কথা নয়
৯
লুকোনো বাতাসগুলো খুঁজছি কার্বনডাইঅক্সাইড চিনবো বলেই
১০
চা-এ প্রথম চুমুক দিতেই গম্বুজের মাথায় টিপ এঁকে দিল দিবাকর।

1 comment:
সুন্দর, অভিনন্দন জানাই
Post a Comment