ফাহাদ হোসেন ফাহিম
কবির তুমি এক
কত কবিতা আর, লিখলে হবে তুমি আমার!
পারাবার কিংবা আকাশ, কিছুই না, শুধু তোমাতেই খুঁজি প্রকাশ।
কিংকর্তব্যবিমূঢ় কবিতারা; সংসর্গ, তোমার সংসর্গ ছাড়া।
আহ্বান
নবীন এসো, এ মন নম, এসো, এ নবীন।
তুমিময়
তুমিই জীবনের আলপনা, নিউরনের সমস্ত কল্পনা।
কাঁদে হিয়া, কিন্তু ভেজে না দু'চোখ, মনটাতে সংক্রমিত তীব্র অসুখ।
নিঃসঙ্গতা
থাকি কিথা? নবকণ্ঠকবন, নিঃসঙ্গতায় কাঁটে জীবন।
সেদিনের তুমি, বেঁচে থাকার ভূমি, এই বৃক্ষ তরে।
রাজকন্যা ও কান্না
গল্পে তুমি রাজকন্যা অথচ কবিতায় আমার চোখের বন্যা।
নিঃসঙ্গ নগ্ন রাত, তবুও খুঁজি তোমায়, তোমাতেই অজুহাত।

No comments:
Post a Comment