Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ নবনীতা সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

নবনীতা সরকার

নীল জল এবং বিচ্ছেদ
              

১/ আমাদের দৈনিক চলায় রজঃস্বলা হয় নদী।

২/ ফুলের স্পর্শে কথা লেখা থাক,সময় তরল হও!

৩/ বুকের বাঁপাশে পরিত্যক্ত গ্রাম....ফেলে রাখা সহবাস।

৪/ কথায় কথায় ভেসে যাওয়া রাত,নিঃশব্দের ফসল কাটে।

৫/ ওরা নিঃস্ব,ওরা সর্বস্ব,ওরা ঈশ্বর প্রলেতারিয়েৎ

৬/ সন্ধ্যের পোড়া ঠোঁটে, ভেসে ওঠে পাহাড় প্রেমিক।

৭/ উন্মুক্ত হও শব্দ মেয়ে...আঙুলের ফাঁকে জ্বলে উঠুক দেশ।

৮/ নীল জলের মত ভেসে থাকা তুমি আর বিচ্ছেদ। 

৯/ ভালোবাসি,বলতে নেই...আকন্ঠ তৃষ্ণায় চোখ বুজে যায় যেন।

১০/ এ পিঠ থেকে ও পিঠ, হেঁটে যায় ছায়াশোক প্রহসন।

No comments: