বিধুরা ধর
ভালোবাসা
১) অতলান্ত মনের গহীনে খোঁজা নিঃশব্দ,হৃদস্পন্দন।
২) বৃষ্টি মেঘের বুনোট সুতোয় স্বপ্নের,চাদর বোনা।
৩) সময়ের স্রোতে ভাসা মন বন্দরে,নোঙর ফেলা ।
৪) বেরঙ্গীন মনের জলছবি আঁকা,মনের ক্যানভাসে ।
৫) প্রত্যাশার নতুন স্বপ্ন অনুভবে,পায় প্রাণ।
৬) কাঁটা বাছা গোলাপের লাল চেনা,ফুলের অভিনব ঘ্রাণ।
৭) হলুদ পাতা সবুজ হওয়া... অনাবিল,সুখের জন্ম ।
৮) মান অভিমান পালাবদল ভাবের,ঘরে জটিল জীবন।
৯) বিবর্ণ বিদেহী প্রেম আজ,কম্পিউটার গেম ।
১০) বৃষ্টি ভেজা মনের উঠোন ছলকে,ওঠা গান ।।

1 comment:
বাহ অসাধারণ এক লাইনে লেখা সবগুলো কবিতা। জীবনের বাস্তবতার এক রঙিন প্রতিচ্ছবি। খুব ভালো লাগা রইলো প্রিয় দিদিভাই। ভালোবাসা অফুরান।
Post a Comment