Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ শর্মিষ্ঠা সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

শর্মিষ্ঠা সাহা

দশচক্র

 ) আল ধরে হেঁটে যায় পিঁপড়ের দল ,বর্ষা সময় 

 ) ভাঙা কার্নিশে গেঁথে দিই দূর্বার বীজ , ঘাসফুল 

 ) বালিশের তুলো জানে রাত্রির ভার ,অগোচরে যুযুধান 

 ) টুপ করে গলে পড়ে জোছনা যখন শীত ঘন হয়ে বসে খুব কাছাকাছি 

 ) চিরুনীতে লেগে থাক আতরের ঘ্রাণ থাকি স্বপ্নবিলাসী 

 ) আঙুলে চুঁইয়ে পড়ে বিলাসীযাপন নোনাজলে কবিতা নামে 

 ) কত চিঠি লেখা হয় অথচ মাকড়ের জাল বোনা ডাকবাক্স খোলা পরে থাকে 

 ) টেলিফোন বেজে যায় আর শার্শীর টুকরো জমে গেলাসের জলে

 ) বড় হতে হতে তুমি মিনার হলেও আমি অগম্য শব্দদ্বীপই থেকে যাব 

 ১০) আমরা বুঝিনি কিছু রামধনু হয়ে গেল অস্থির উপত্যকা 




No comments: