মৌমিতা পাল
কবর বানচাল
১.গাছের গোঁড়ায় জল দিলে মাটি ভিজে যায়
২.নিমেষে ঘষতে ঘষতে চালু হল আসবাব
৩.শ্রান্তির ঘুমের ওপরেই টাঙ্গানো থাকে চ্যাপ্টা মশারি
৪.জঙ্ঘা দাঁড়িয়েছিল গ্রীবাহীন শীতের গ্রীষ্মে
৫.ফাঁকা ঘরে কেঁদে যায় নিঃস্ব জীবন
৬.ঈশ্বর কি নগ্ন হবে ঈশ্বরীর ম্যাজিকে
৭.বুকের ভেতর খুন হয়ে যাক পুরোনো দুখ
৮.বিকেল পালালে আনন্দের চারণভূমি খোঁজে সন্ধ্যা
৯.মানুষই আঘাত করে অকৃতজ্ঞ বলে
১০.জীবন আর স্বাদের লোভে কবর বানচাল

No comments:
Post a Comment