শীর্ষেন্দু পাল
১. নিদ্রিত
তোমাকে নিদ্রিত রেখে - ভেঙেছি নিঢেউ জল
২. দুঃখ
প্রতিটি নৌকার গায়ে জলের দুঃখ লেগে থাকে
৩. যুক্তি
যে কোন আত্মহননের স্বপক্ষে যুক্তি আছে
৪. বিপ্রতীপ
তোমরা মরলে মরদেহ, আমরা মরলে লাশ - সাবাশ সাবাশ
৫. বিলবোর্ড
কষ্টের কোন বিজ্ঞাপন হয় না
৬. শুশ্রূষা
নাম নয় বরং তোমাকে বিশল্যকরণী ডাকি
৭.ছায়া
ছায়াকে পোড়ানো যায় না - সে অমরও নয়
৮. স্বীকারোক্তি
ফল কাটলেও, ছুরি রক্তই চায় শেষপর্যন্ত
৯. সময়জ্ঞান
সরে দাঁড়ানোর জন্য একটা নিখুঁত সময়জ্ঞান লাগে
১০. যা দেখি
শুধু মর্গে নয় ভাইসাব, পচা গলা লাশ আজ চারিদিকে

No comments:
Post a Comment