নীলিমা সাহা
কবিতাই বিশুদ্ধ আশ্রয়
1) আমি লিখি না কবিতা,কবিতাই লেখে আমায়
2) আপন হতে আমি কখনও বাহির হই না,তবু পুরনো দরজা খুলে যায় শব্দময়
3) কৈশোরের চুপকথা রূপকথা হয়ে দোল খায় শাখা-প্রশাখায়
4) গৃহপালিত আবর্জনা কখনও গতিজাড্যের সংজ্ঞায় খুচরো মুগ্ধতা আনে ।
5) সমঝোতা মুখিয়ে থাকে সমাধানের হিমশৈল তাজমহলের দিকে
6) যাপনচিত্র অবচেতনের প্রগাঢ়তায় ঝুলতে থাকে হ্যাঙারে,আসলে জীবন চায় সুসময় আর ইতিমানবতা
7) লাইফ-জ্যাকেটে বিবেক নিজেকে কাউন্সিলিং করতেই থাকে,ক্যানসারও সুযোগমত নিজেকে বিস্তৃত করতেই থাকে
8) জার্নি পথে প্রাপ্তব্য যেমন ইছামতী আবার নিরঞ্জনও,একটা বটগাছ আবার নীরব শিমুল ,তেমনই চলে আসে বেনামী ছায়াদের অচেনা পোতাশ্রয়
9) নদীমুখে যেতে নেই,কলঙ্ক কখন জন্মদাগ হয়ে শরীরের ভাঁজে পরমাত্মীয় হয়ে উঠবে!
10) সারি সারি কবিতার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে হয় কবিতাই নিজস্ব নির্জনতায় বিশুদ্ধ আশ্রয়

No comments:
Post a Comment