সায়ন্তনী হোড়
শব্দ
বাতাস ভেঙে গেলে ভাষার পাপড়িরা ছুটে আসে
শূন্য
প্রতিটি কোলাহলের মাঝে নিস্তব্ধতার মালা জড়ানো থাকে
বৃষ্টি
মেঘের বোতাম খুললে শ্রাবণের আত্মদর্শন হয়
তীব্রতা
প্রতিটি একাকিত্ব জানে শূন্যতার তীব্র চিৎকার
নষ্ট কথা
শ্যাওলার ভিড়ে কথোপকথনের সমীকরণ নষ্ট হচ্ছে
কাঠিন্য
সহজের বিপরীত চিলেকোঠায় তুষারপাতের ইঙ্গিত আছে
সাংসারিক
ফুলের কৌণিক বিন্দুতে ভ্রমরের সংসারের বীজ লুকানো
ক্ষুধা
রান্নার কাছে খিদের পরমায়ু গচ্ছিত থাকে
আবছায়া
মাছ আঁকলে বিড়াল ভ্রমণের কাহিনী উধাও হয়ে যায়
ভ্রম
মন ভুলে যাচ্ছে মিথ্যে জীবনের অ-সুখের কথা
বাতাস ভেঙে গেলে ভাষার পাপড়িরা ছুটে আসে
শূন্য
প্রতিটি কোলাহলের মাঝে নিস্তব্ধতার মালা জড়ানো থাকে
বৃষ্টি
মেঘের বোতাম খুললে শ্রাবণের আত্মদর্শন হয়
তীব্রতা
প্রতিটি একাকিত্ব জানে শূন্যতার তীব্র চিৎকার
নষ্ট কথা
শ্যাওলার ভিড়ে কথোপকথনের সমীকরণ নষ্ট হচ্ছে
কাঠিন্য
সহজের বিপরীত চিলেকোঠায় তুষারপাতের ইঙ্গিত আছে
সাংসারিক
ফুলের কৌণিক বিন্দুতে ভ্রমরের সংসারের বীজ লুকানো
ক্ষুধা
রান্নার কাছে খিদের পরমায়ু গচ্ছিত থাকে
আবছায়া
মাছ আঁকলে বিড়াল ভ্রমণের কাহিনী উধাও হয়ে যায়
ভ্রম
মন ভুলে যাচ্ছে মিথ্যে জীবনের অ-সুখের কথা

No comments:
Post a Comment