Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ বিশ্বজিৎ মাহাত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

বিশ্বজিৎ মাহাত

পঞ্চমূল

প্রেম, বালিহাঁস নও! উড়বে কার কলিজায় নিশিতে, বিহ্বলে--- 

বুদবুদ ফেনিল শোক একাকী তলিয়ে নেয়, হে প্রিয় প্রদীপ জাগো কেন 

আমাকে নিস্তার দাও। সহ্য, এক শাঁখ যেন বিছিয়েছে নিরেট ঢেউ'কে 

মৃতদেহ 

কী নিষ্পাপ তুমি, সুর তোলো আমাদের ঘরে, কেউ নেই এত আপন নিজের 

পরব 

প্রণয়ী, বর্ষার রাত, ফেটে যায় কামনায় মেঘের শরীর 

ফল 

জানো তো! তোমার গর্ভে লুকিয়ে রয়েছে মাংসহীন  লক্ষীন্দর 

সমাপ্ত 

কান্না এক জঙ্গী শিশু, কুরে কুরে খায় সাদা কাফনের দেহ 

প্রেম 

বিচ্ছেদ এমন পথ, জলীয় তবুও মেঘ নেই 

বন্ধু 

গাছের লতার মতো জড়িয়ে ধরেছে কেউ শিথিল রোদনে 

স্বর্গ 

একটি মায়ার ঘর, যার মাতৃগর্ভে কেউ দরজা খোলেনি

No comments: