হরিৎ বন্দ্যোপাধ্যায়
কিছু ব্যক্তিগত কথালাপের অক্ষরগান
১
আগুনের ব্যবহার জানে এমন কেউ বেঁচে নেই আজ আর
২
স্রোতের বিপরীতে কোনো ঠিকানা থাকে না
৩
সমুদ্র ছাদের গভীরতার অঙ্কে পাহাড় প্রদেশ আঙুল তোলে
৪
দুপুর অঞ্চলের যাবতীয় ডাকনাম আমার আত্মীয়
৫
বৃষ্টির পর ছন্দের বারান্দায় একটা জমায়েত জরুরী
৬
চেনা পথের ভুলগুলি আসলে হিমবাহের উপরিভাগ
৭
পাহাড় কথা বললে সেদেশে কোনো অন্ধকার থাকে না
৮
নদীর ঠিকানায় চিঠি হাতে পৌঁছায় না অগভীরতার কারণে
৯
আলোর বিন্দুতে ভেসে যাওয়া নদীর রঙ সবুজ
১০
ফিরে আসার পর গর্তের সংজ্ঞা কিছুতেই মনে আসে না

No comments:
Post a Comment