Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মহ. ওলিউল ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

মহ. ওলিউল ইসলাম

মানুষ- শতাব্দীর ঈশ্বর

১/ ...হে পাপিষ্ঠ অবতার এমন সভ্যতায় তুমিই নিরক্ষর ঈশ্বর |

২/ অবরুদ্ধ সময়;আয়ুর হিসাব কষে রাজাও গণক হয়|

৩/ কিছু শব্দ ঝরছে কিছু উত্তাপ শক্ত করছে ভিন্নতার প্রাচীর |

৪/ মসনদের রাজা সফেদ রুমালে লুকিয়ে রেখেছে গভীর অন্ধকার|

৫/ নিস্তব্ধের  কিনারায় ভূমিষ্ঠ শিশু ইতিহাস|

৬/ নিস্তব্ধতা সব দিক থেকে তবুও কিছু ভাঙ্গা শব্দ এমন আবহে আধুনিক  হয়|

৭/ ভিড়তন্ত্র ছুটছে দশদিক ঘিরে ছুটছে;শূন্য দখল,_দখল শূন্য|

৮/ মৃত্যুর আবছায়াতে উৎসবি মহড়া বেদনার প্রচ্ছদ আঁধারের বুকে|

৯/ পিচ্ছল তাপ দেহের সব প্রান্ত ছুঁয়ে জীবন্ত করেছে আদিম দুঃখ|

১০/  রোজকার আহাজারি ঢাকা পড়ে বঞ্চনার সামিয়ানায়| 

No comments: