ফটিক চৌধুরী
হেমন্তের গোধূলি
হেমন্তের গোধূলি ঢাকে সোনালি ধানের শিষসঙ্গী
স্বর্গে যেতে হলে কুকুর হবে সঙ্গী
শরীর
নিদ্রার মতো সুখ জড়িয়ে আছে শরীর
দর্পণ
যতই আয়না দেখো আয়নার পেছনে অন্ধকার
প্রতীক্ষা
মনে মনে ভাবি তবে, আসবে উৎসবে?
নীরা
সব নারী নীরা নয় সব নীরা নারী
কী আসে যায়
ট্রাম বন্ধে জীবনানন্দের কী যায় আসে!
অপেক্ষা
কেউ কী আসবে হেমন্তের বিষন্ন বিকেলে?
কথা রাখিনি
ফিরে আসবো বলে কথা রাখিনি অনেকবার
হাহাকার
হাহাকারের কোন আকার নেই শুধু বেদনা

No comments:
Post a Comment