Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সোমা ঘোষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

সোমা ঘোষ

বহুরূপী

১) তাক ভাঙা মধু - আগুনের মতো করে ভাবিনি তো কখনো।

২)... পুরোনো জ্বরের মতো জড়িয়ে জড়িয়ে - নগ্ন পাখির স্নানদৃশ্য।

৩) বাতিল পোশাক আর রুদ্ধশ্বাস নকশার আড়ালে উড়ন্ত বহুরূপীরা।

৪) সাম্যবাদী মেঘ আলফাজ কাটে দোভাষী কবুতর।

৫) ধারালো ফালি চাঁদ জানলা ঘেঁষে ঝুলে  সর্বজনীন অবসাদ।

৬) প্যাস্টেল ঘষে ঘষে -পানকৌড়ির হলুদ ঠোঁট যান্ত্রিক গোলযোগ।

৭) চাঁদের নজরে মনিহারি বিজ্ঞাপন , ঘিরে অগ্নিশোক - স্বভাবে শীতঘুম।

৮) আগুন মুখ ছুটোছুটি- হরিণঘেঁষা শরীর বাৎস্যায়নে...

৯)যাত্রীবাহী ট্রেন ক্ষুধার্ত ঋতুচক্র ,ক্ষুধায় বাঁচে শর্ত।

১০) আলো মাখা ধাইমা গাছ-কাটা ঘুড়ির কোণে মাটির সংলাপ।

No comments: