Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মৃণালেন্দু দাশ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

মৃণালেন্দু দাশ

জলছবি

জলের উপরে তুমি নীচেও তুমি সত্যি বললে কোথাও না

              

বিরহ

বিরহ কাতর তমাল তরুটিকে ঘিরে আগুন ও মৌমাছি

                          

ভাঙাগড়া

একবার ভেঙে ফেললে আরেকবার গড়া প্রায় অসম্ভব

               

পথ

যে পথ একবার বেঁকে যায় সে তো আর সোজা পথ থাকেনা

                            

নদী

দুঃখ ভাসাইলে ভাওয়াইয়া ভাটিয়ালি গান ভাসিলে নদী

                  

রহস্যময়

সর্ষের ভিতরে লুকিয়ে থাকে সদারহস্যময় প্রাণ ভোমারাটি

              

সূঁচ

সুঁচ তখনই কার্যকর যখন সূঁচে সুতো পরানো হয়

                    

নিয়ন্ত্রন

জলের উপর নিয়ন্ত্রন পেলেও মনের নিয়ন্ত্রন অসম্ভব

           

শিরদাঁড়া

দুপায়ে দাঁড়িয়ে থাকা মানেই শিরদাঁড়া সোজা এটা ঠিক না

                                 

দৃষ্টিভঙ্গী

অন্ধকারও আলোর অধিক নির্ভর করে দৃষ্টিভঙ্গীর উপর

No comments: