Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সোনালি বেগম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

সোনালি বেগম

আকাশগঙ্গায় দরদী ভাটিয়ালি

১। অর্কেস্ট্রার গহিন সমুদ্রে ভাসতে থাকে জীবন-স্পন্দন

২। দুলতে থাকে শরীর ও মনের জটিল রসায়ন

৩। স্বপ্নমেদুর মেঘহীন চাঁদ খোঁজে মহাসাগরীয় কাল

৪। আবদ্ধ ফ্রেমে তীব্র ঘর্ষণ ----- জীবন সংসারে এল বান

৫। বাজপাখিটি জানালার কপাটে উড়ে এসে বসে

৬। পার্কিনসন্স তুষারকণা আরো একবার স্পর্শ করে চিবুক

৭। চপল গতিতে আকাশগঙ্গা ধেয়ে আসতে থাকে

৮। দুটি বাহুর নিবিড় বেষ্টন খুঁজতে থাকে অবিভাজ্য খাঁজ 

৯। ঐ নীল আকাশ শোনে দরদী ভাটিয়ালি

১০। কিছু ফটোগ্রাফ ছড়িয়ে ছিটিয়ে শিকড় হয়ে যায়

No comments: