Showing posts with label ১-লাইনের কবিতা সংখ্যা. Show all posts
Showing posts with label ১-লাইনের কবিতা সংখ্যা. Show all posts
Thursday, December 31, 2020
১-লাইনের কবিতা সংখ্যা≈ সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন::প্রচ্ছদ
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
1 comment:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ অভিজিৎ দাসকর্মকার
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
অভিজিৎ দাসকর্মকার
সম্পাদকীয় নয় কিন্তু ---
১এক্কে ১
মসীহা বলেছিলাম, আপনার শব্দ ধ্বনিত হচ্ছে আঙুলের ছন্দে।
২ এক্কে ২
আপনার জন্মকথা, কিছুটা অসম্পূর্ণতা নিয়ে গেল কাচ ঘেরা গাড়িটি।
৩ এক্কে ৩
আপনার পায়ে যাদুকরের বাস,তাই আমরা মাঠের এপাশে নিজেরাও যুবরাজ।
৪ এক্কে ৪
আপনি ময়ূরভঞ্জ,সে-কারণে বেলা শেষে মানিক বাবুর বাড়ি গেলেন।
৫ এক্কে ৫
১ লাইনের কবিতা,আমি আপনি আর অনিন্দ্য রায়।
৬ এক্কে ৬
প্রতিটি কাজই সংরক্ষিত হচ্ছে কাগজের বয়াম ও হাটুই বাগানে।
৭ এক্কে ৭
কোনো ছবির সাথে ৪২ বয়কট করা মেলের সুদূর কোনো মিল নেই।
৮ এক্কে ৮
যারা একসাথে থাকলাম,সে, তাহারা এবং বাকিরাও পাশাপাশি রইলাম।
৯ এক্কে ৯
সারাটা বছর শুধু হারালাম,কুড়িয়েছি পিছন ঘোরা শব্দ আর ধ্বনি।
১০ এক্কে ১০
২০২১ মানে শুভ-ইচ্ছা,চমক আর সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন।
১এক্কে ১
মসীহা বলেছিলাম, আপনার শব্দ ধ্বনিত হচ্ছে আঙুলের ছন্দে।
২ এক্কে ২
আপনার জন্মকথা, কিছুটা অসম্পূর্ণতা নিয়ে গেল কাচ ঘেরা গাড়িটি।
৩ এক্কে ৩
আপনার পায়ে যাদুকরের বাস,তাই আমরা মাঠের এপাশে নিজেরাও যুবরাজ।
৪ এক্কে ৪
আপনি ময়ূরভঞ্জ,সে-কারণে বেলা শেষে মানিক বাবুর বাড়ি গেলেন।
৫ এক্কে ৫
১ লাইনের কবিতা,আমি আপনি আর অনিন্দ্য রায়।
৬ এক্কে ৬
প্রতিটি কাজই সংরক্ষিত হচ্ছে কাগজের বয়াম ও হাটুই বাগানে।
৭ এক্কে ৭
কোনো ছবির সাথে ৪২ বয়কট করা মেলের সুদূর কোনো মিল নেই।
৮ এক্কে ৮
যারা একসাথে থাকলাম,সে, তাহারা এবং বাকিরাও পাশাপাশি রইলাম।
৯ এক্কে ৯
সারাটা বছর শুধু হারালাম,কুড়িয়েছি পিছন ঘোরা শব্দ আর ধ্বনি।
১০ এক্কে ১০
২০২১ মানে শুভ-ইচ্ছা,চমক আর সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন।
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
1 comment:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ প্রভাত চৌধুরী
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
প্রভাত চৌধুরী
১ পঙ্ ক্তি-র ১০টি
১. ফুলের উ-কার মুছে দিলেই ফল
২. তিথি মেনে যিনি আসেন না , তিনিই অতিথি
৩. অবচেতনে যে ময়ূরটি নাচে , অতিচেতনায় তার পায়ে নূপুর থাকে
৪. পোষা কুকুরকে পোশাক দিয়েই চেনা যায়
৫ . বউকথাকও পাখির ডাক কেবল বউরাই শুনতে পায় না
৬. ' বেতর ' এবং 'বেতার' -এর পার্থক্য আকাশপাতাল
৭. মা-এর কোনো তকমা লাগে না
৮. ফড়িং-এর সঙ্গে সারেং-এর যোগাযোগ জলসূত্রে
৯. ১টা বছরে ৬টা ঋতু , ঋত্বিক কতজন জানি না
১০. ঠিকমতো ফরমান করতে জানলেই সবকিছুই কবিতা হয়ে যায়
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ গৌরাঙ্গ মিত্র
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
গৌরাঙ্গ মিত্র
গৌরাঙ্গ মিত্রের এক লাইনের কবিতা
1) কানামাছি কানামাছি সাতে আছি, পাঁচেও আছি।
2) কিন্তু প্রশ্ন হল কতগুলি মাঘ অবসান হলে শীত চলে যায়।
3) অজ্ঞ বিজ্ঞ সর্বজ্ঞ সবাইকে প্রদক্ষিণ করে শীতল মৃত্যু।
4) পলেস্তারা থেকে ঝরে পড়ছে সুন্দর কথামালা,
5) ডিঙি নৌকো বেয়ে আপন খেয়ালে ভেসে যায় এক লাইনের কবিতা।
6) লাস্ট ল্যাপ দৌড়ানোর সময় বুঝতে পারলাম এতকাল ভুল ট্র্যাকে দৌড়ে এসেছি।
7) অঝোর নগ্নতায় বয়ে যায় নদী, মাঝি আর নৌকা আড়মোড়া ভাঙে ঘাটে।
8) আমি কালো কালি দিয়ে আলো লিখছি রোশনাইয়ের আশায়।
9) ঘাটে ঘাটে জল অক্ষরে লেখা থাকে নৌকাডুবির শোকগাথা।
10) বাওরের ঘোলা জলে পাঁকাল মাছ, ফলুই মাছ ধরে আমাদের চেনা চাঁদ বেনে।
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ স্বপন রায়
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
স্বপন রায়
নাম-তা
১.বেলা,সখশিউরানো। হর্ণ আকাশানা,ডুয়ার্সে।
২.নেশাব্রুময় একটা কাপ, দার্জিলিং
৩.বিগ-ব্যাং ওড়াওড়না পেরিয়ে,তাহলে কী দিঘা?
৪.ফিকে-রং-বিজনকাহাঁকাহাঁ উঁচুনিচু,ম্যাকলাস্কিগঞ্জ হুইসলিং
৫.টাটানো দুপুর খোলাবোনা,মরুও উটেল,জয়সল্মির
৬.ঘোর যখন ছোট, স্টেশন ভালুলতা,কামিনিঘোর থেকে কা বাদ দিয়ে জলীক
৭.'ডু অর ডাই' পলকসঞ্জাত রেকি'র ধাক্কা, কী মনে হয়,যাদবপুর?
৮. চাকায় শিমূলছোঁয়া জ্বর।থার্মোমিটার চমকায়।চুমু খায় পারদবিলাসী সাঁকচি,টাটানগরের
৯.ফেলে ওঠালে যে অষ্টমী,চোখসমগ্রে আসাক্কে যাওয়া যাওয়াক্কে আসার স্টপ।ঝিরিপানি।
১০.আমার খবর অস্পূর্ণ,ভাল....বাসতে বাসতে খড়্গপুর।
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ সুশীল হাটুই
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সুশীল হাটুই
রিমঝিমধ্বনি
রিমঝিমধ্বনি বর্ষামেঘের মেয়ে।
গার্লফ্রেন্ড
যমের কোনো গার্লফ্রেন্ড নেই। আগুনের-ও...
ব্লাউজের হুক
ব্লাউজের হুকে আটকে আছে সমুদ্রের গান।
ওল্ডটন
নিউটন বুড়ো হলে-ও ওল্ডটন হয় না।
পাসওয়ার্ড
বরফ-ঘুমের পাসওয়ার্ড--- 'হে রাম '।
তেঁতুলজল
ফুচকার তেঁতুলজল নীল-চাঁদের আয়না।
শপিং
কালপুরুষের স্কুটারে সন্ধ্যাতারা শপিংয়ে যায়।
পেরেক
খুনি পেরেক জেসাসের ছবি ধরে আছে।
ওয়েবসাইট
মৌমাছিদের ওয়েবসাইট : bluegirl.com
ডানা
ফ্যানের ৩টে ডানা : ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।
রিমঝিমধ্বনি বর্ষামেঘের মেয়ে।
গার্লফ্রেন্ড
যমের কোনো গার্লফ্রেন্ড নেই। আগুনের-ও...
ব্লাউজের হুক
ব্লাউজের হুকে আটকে আছে সমুদ্রের গান।
ওল্ডটন
নিউটন বুড়ো হলে-ও ওল্ডটন হয় না।
পাসওয়ার্ড
বরফ-ঘুমের পাসওয়ার্ড--- 'হে রাম '।
তেঁতুলজল
ফুচকার তেঁতুলজল নীল-চাঁদের আয়না।
শপিং
কালপুরুষের স্কুটারে সন্ধ্যাতারা শপিংয়ে যায়।
পেরেক
খুনি পেরেক জেসাসের ছবি ধরে আছে।
ওয়েবসাইট
মৌমাছিদের ওয়েবসাইট : bluegirl.com
ডানা
ফ্যানের ৩টে ডানা : ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ মানিক বৈরাগী
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
১-সূর্য কন্যা রোদেলার ক্ষমতা মাত্র কয়েক ঘন্টা, ঘানি টানতে লাগে বহুবছর।
২ -তোমায় ছুঁয়ে আসা মিহিন বাতাসে রোদের তীব্রতা হারিয়ে যায় ।
৩ -তুমি জানালা খোলে দিলে বাতাস শীতল হয়ে যায়।
৪ -পর্দার ঢেউখেলানো বাতাসে জ্বলে ওঠে নিয়নবাতি।
৫- ঝড় থেমে গেলে তুমি বৃক্ষদেবী।
৬ -দূরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টিভেজা গুল্মফুল।
৭ -যে নদে নদী হারিয়ে যায় সেখানে পাড়া জন্মায়।
৮ -তোমাদের উঠোনে নূর নূর বলে আঁচড়ে পড়া ঢেউয়েরা কবিতা শোনায়।
৯- সিন্ধুর উদ্যত জলরাশি কবিতার আশে শান্ত হয়ে আসে কুতুবদিয়ার চরে।
১০ -জারণ-বিজারণে যোজন বিয়োজনের বাষ্পীভূত বুদবুদ বলে ধরণীও নয় একক।
মানিক বৈরাগী
একলব্যের আঙুল
১-সূর্য কন্যা রোদেলার ক্ষমতা মাত্র কয়েক ঘন্টা, ঘানি টানতে লাগে বহুবছর।
২ -তোমায় ছুঁয়ে আসা মিহিন বাতাসে রোদের তীব্রতা হারিয়ে যায় ।
৩ -তুমি জানালা খোলে দিলে বাতাস শীতল হয়ে যায়।
৪ -পর্দার ঢেউখেলানো বাতাসে জ্বলে ওঠে নিয়নবাতি।
৫- ঝড় থেমে গেলে তুমি বৃক্ষদেবী।
৬ -দূরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টিভেজা গুল্মফুল।
৭ -যে নদে নদী হারিয়ে যায় সেখানে পাড়া জন্মায়।
৮ -তোমাদের উঠোনে নূর নূর বলে আঁচড়ে পড়া ঢেউয়েরা কবিতা শোনায়।
৯- সিন্ধুর উদ্যত জলরাশি কবিতার আশে শান্ত হয়ে আসে কুতুবদিয়ার চরে।
১০ -জারণ-বিজারণে যোজন বিয়োজনের বাষ্পীভূত বুদবুদ বলে ধরণীও নয় একক।
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ অলোক বিশ্বাস
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
অলোক বিশ্বাস
সংকট
মাকড়সার জালে ভরে যায় স্যানিটাইজার...
আনন্দ
আমাকে পরাবাস্তবিক ভাইরাস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে...
আশীর্বাদ
রুদ্রপলাশের কাছে দাঁড়িয়ে প্রেমিক রুদ্রপলাশ হয়ে গেছে...
ঈশ্বরী
গভীর রাতে তোমার নাভিকুণ্ড থেকে ঝর্না নেমে আসে...
চিহ্ন
এমন একটা শব্দ খুঁজছি যার কয়েকশো অর্থ হতে পারে...
অনুভূতি
যদি আমার প্রেমিকার মুখের সৌন্দর্য প্রতিদিন বদলাতে পারতাম...
সম্ভাবনা
আমার লিঙ্গ থেকে একটি প্রজাপতি বেরিয়ে আকাশে উড়ে গেলো...
বৃত্তকথা
ভাইরাস জন্ম দিতে দিতে একই বৃত্তে ঘুরে বেড়াচ্ছে শাসকের প্রসূতিসদন...
প্রান্তিক
আমার লিঙ্গটি দুখানি শঙ্খলাগা সাপ হয়ে শূন্যে ওঠা-নামা করে...
প্রতিবাদ
একটি পাখি আমার সকল অভিধান ঝুলিয়ে রেখেছে গাছের ডালে...
প্রবাহ
ষাট পেরোনোর পর ভালোবাসা শব্দটার অর্থ সম্পূর্ণ বদলে যায়...
পরিবর্তন
একটি চায়ের দোকানে আমি শুধু মদ বিক্রি হতে দেখেছি...
শপথ
প্রতিদিন একটি শিশুর চোখের দিকে তাকিয়ে আমার জীবন শুরু করি...
নির্জনতা
খেজুর গাছের ঝুলন্ত হাঁড়ির ভিতরে সারাদিন আমি প্রেমালাপ করি...
হিরো
মাঝি বললো তাকে সুনামির ভয় দেখিয়ে লাভ নেই...
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ প্রদীপ চক্রবর্তী
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
প্রদীপ চক্রবর্তী
মায়ের যামিনী
এক •
পলাশের গুমলাশে মস্তানবিষাদ | নেশা : শখের বাজার
দুই •
পাখিদের ইস্পাত রঙ | কাঠামোটি বনের বর্ষা |
চন্দ্রমুখী পয়সায় পারি নি •••
তিন •
অদৃশ্য প্রসব হয় | ভার ভার ধান | সমস্তই মায়ের যামিনী •••
চার •
কিছু হেরে যাওয়া রঙ , জোনাকি | তাকে ছুঁতে গেলেই আঙুল রক্তাক্ত হয় •••
পাঁচ •
অ-শনাক্ত জলভাসি বাচ্চাটা | ছড়ানো হড়কায় বিশেষ ধাতুতে বাচ্চা হয়ে থাকে •••
ছয় •
নির্মোকের মতো রক্তে পড়ে থাকে তার গন্ধের সবুজ •••
সাত •
ছুরির ফলায় উঠছে গাছের বাড়ি , তার সবটাই বনসাই •••
আট •
ব্যথা কিছু রিফুকর্ম ••• মাঝে মাঝে প্রয়োজন হয়
নয় •
বিজুরি তুমি অন্য পায়েস দাও •••
দশ •
শূন্যতা এমন পুরোনো , যেখানে সিঁড়ির পাশে জেগে আছে একখানা স্টোভ •••
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ নীলিমা সাহা
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
নীলিমা সাহা
কবিতাই বিশুদ্ধ আশ্রয়
1) আমি লিখি না কবিতা,কবিতাই লেখে আমায়
2) আপন হতে আমি কখনও বাহির হই না,তবু পুরনো দরজা খুলে যায় শব্দময়
3) কৈশোরের চুপকথা রূপকথা হয়ে দোল খায় শাখা-প্রশাখায়
4) গৃহপালিত আবর্জনা কখনও গতিজাড্যের সংজ্ঞায় খুচরো মুগ্ধতা আনে ।
5) সমঝোতা মুখিয়ে থাকে সমাধানের হিমশৈল তাজমহলের দিকে
6) যাপনচিত্র অবচেতনের প্রগাঢ়তায় ঝুলতে থাকে হ্যাঙারে,আসলে জীবন চায় সুসময় আর ইতিমানবতা
7) লাইফ-জ্যাকেটে বিবেক নিজেকে কাউন্সিলিং করতেই থাকে,ক্যানসারও সুযোগমত নিজেকে বিস্তৃত করতেই থাকে
8) জার্নি পথে প্রাপ্তব্য যেমন ইছামতী আবার নিরঞ্জনও,একটা বটগাছ আবার নীরব শিমুল ,তেমনই চলে আসে বেনামী ছায়াদের অচেনা পোতাশ্রয়
9) নদীমুখে যেতে নেই,কলঙ্ক কখন জন্মদাগ হয়ে শরীরের ভাঁজে পরমাত্মীয় হয়ে উঠবে!
10) সারি সারি কবিতার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে হয় কবিতাই নিজস্ব নির্জনতায় বিশুদ্ধ আশ্রয়
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ সোনালি বেগম
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সোনালি বেগম
আকাশগঙ্গায় দরদী ভাটিয়ালি
১। অর্কেস্ট্রার গহিন সমুদ্রে ভাসতে থাকে জীবন-স্পন্দন
২। দুলতে থাকে শরীর ও মনের জটিল রসায়ন
৩। স্বপ্নমেদুর মেঘহীন চাঁদ খোঁজে মহাসাগরীয় কাল
৪। আবদ্ধ ফ্রেমে তীব্র ঘর্ষণ ----- জীবন সংসারে এল বান
৫। বাজপাখিটি জানালার কপাটে উড়ে এসে বসে
৬। পার্কিনসন্স তুষারকণা আরো একবার স্পর্শ করে চিবুক
৭। চপল গতিতে আকাশগঙ্গা ধেয়ে আসতে থাকে
৮। দুটি বাহুর নিবিড় বেষ্টন খুঁজতে থাকে অবিভাজ্য খাঁজ
৯। ঐ নীল আকাশ শোনে দরদী ভাটিয়ালি
১০। কিছু ফটোগ্রাফ ছড়িয়ে ছিটিয়ে শিকড় হয়ে যায়
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ দিশারী মুখোপাধ্যায়
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
দিশারী মুখোপাধ্যায়
এক লাইনের কবিতা
১) কৃষকের পাদস্পর্শে পিচরাস্তা গর্ভবতী হলো
২) বিষ এবং অমৃত, একসঙ্গে মিশিয়ে খাওয়ার সাধ হয়েছে আমার
৩) যার খোঁজে আমি রাস্তায় সে আমার বাড়িতে উদ্ভিদ
৪) একটু আড়ালে রাখো, আমি তো পিঁঁপড়েদেরই একজন
৫) আকাশে উড়ছি, আকাশ আমাকে পাচ্ছে না
৬) আড়াল থেকে সে দেখছে আর আড়াল তাকে
৭) আরাধ্যাকে প্রস্তাব দিয়েছি
৮) মাটিতে বীজ ফেলেছি, আকাশ এলো বলে
৯) পায়ের তালুর স্বাদে মুগ্ধ আমি পিষ্ট হতে চাই
১০) মুগ্ধতা আজ প্রথম ক্লাস করবে তোর শরীরে
১১) প্রাকশিত হয়ে আড়াল করো নগ্নতা
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ বিশ্বজিৎ
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
বিশ্বজিৎ
জীবনবিষয়ক
১.
প্রতিদিন মরতে মরতে,বাঁচছি...
২.
কাদা ঘাটলে,আরও কাদা বেরিয়ে আসছে
৩.
নিয়ম কত নিয়মের বাইরে।
৪.
যন্ত্রণা,যন্ত্রণার ও যন্ত্রণা...
৫.
চোখ-কান,সবারই খোলা থাকে।
৬.
দুধ মাপতে গেলে,সব জল...
৭.
কান্নার ও ছন্দ আছে!
৮.
একদিন সব সরে যায়।
৯.
চোখ বন্ধ করলে সবাই সার্কাসে।
১০.
আপাতত,তুমি-আমি কারাগারে
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ উদিত শর্মা
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
উদিত শর্মা
নির্বাচন
প্রতিবাদী তর্জনী ঘোরে বোতামে বোতামে
ফসল
লাঙল-কলম দিয়ে চষা অদৃশ্য এই পথ
ঝড়
আচমকাই ঝড় আসে, পাতায় পাতায় বিস্ফোরণ
সারাদিন
কথার সঙ্গে ঘর, পক্ষে বিপক্ষে ঝড়
আশা
অমরত্বের স্বপ্ন খোঁজে বায়োনিক চোখ
অন্তর্দন্দ
নির্বিকার পোশাকে ঢাকা হাড়ের কুচকাওয়াজ
ডাইনিং টেবিল
ডাইনিং টেবিলের সারেগামায় মগ্ন অনর্গলের বাটিচচ্চরি
সাইড লাইন
মাঝমাঠের বিষন্নতা পেরিয়ে বল চলে যায়, ড্রপ খেতে খেতে
স্রোত
নীরবতার পাত্র ধরে প্রবাহিনী স্রোত
ড্যাশবোর্ড
ড্যাশবোর্ডে ফুটে ওঠে লং-এলাচের মৌতাত
প্রতিবাদী তর্জনী ঘোরে বোতামে বোতামে
ফসল
লাঙল-কলম দিয়ে চষা অদৃশ্য এই পথ
ঝড়
আচমকাই ঝড় আসে, পাতায় পাতায় বিস্ফোরণ
সারাদিন
কথার সঙ্গে ঘর, পক্ষে বিপক্ষে ঝড়
আশা
অমরত্বের স্বপ্ন খোঁজে বায়োনিক চোখ
অন্তর্দন্দ
নির্বিকার পোশাকে ঢাকা হাড়ের কুচকাওয়াজ
ডাইনিং টেবিল
ডাইনিং টেবিলের সারেগামায় মগ্ন অনর্গলের বাটিচচ্চরি
সাইড লাইন
মাঝমাঠের বিষন্নতা পেরিয়ে বল চলে যায়, ড্রপ খেতে খেতে
স্রোত
নীরবতার পাত্র ধরে প্রবাহিনী স্রোত
ড্যাশবোর্ড
ড্যাশবোর্ডে ফুটে ওঠে লং-এলাচের মৌতাত
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ ফটিক চৌধুরী
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
ফটিক চৌধুরী
হেমন্তের গোধূলি
হেমন্তের গোধূলি ঢাকে সোনালি ধানের শিষসঙ্গী
স্বর্গে যেতে হলে কুকুর হবে সঙ্গী
শরীর
নিদ্রার মতো সুখ জড়িয়ে আছে শরীর
দর্পণ
যতই আয়না দেখো আয়নার পেছনে অন্ধকার
প্রতীক্ষা
মনে মনে ভাবি তবে, আসবে উৎসবে?
নীরা
সব নারী নীরা নয় সব নীরা নারী
কী আসে যায়
ট্রাম বন্ধে জীবনানন্দের কী যায় আসে!
অপেক্ষা
কেউ কী আসবে হেমন্তের বিষন্ন বিকেলে?
কথা রাখিনি
ফিরে আসবো বলে কথা রাখিনি অনেকবার
হাহাকার
হাহাকারের কোন আকার নেই শুধু বেদনা
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ বিশ্বজিৎ মাহাত
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
বিশ্বজিৎ মাহাত
পঞ্চমূল
১
প্রেম, বালিহাঁস নও! উড়বে কার কলিজায় নিশিতে, বিহ্বলে---
২
বুদবুদ ফেনিল শোক একাকী তলিয়ে নেয়, হে প্রিয় প্রদীপ জাগো কেন
৩
আমাকে নিস্তার দাও। সহ্য, এক শাঁখ যেন বিছিয়েছে নিরেট ঢেউ'কে
মৃতদেহ
কী নিষ্পাপ তুমি, সুর তোলো আমাদের ঘরে, কেউ নেই এত আপন নিজের
পরব
প্রণয়ী, বর্ষার রাত, ফেটে যায় কামনায় মেঘের শরীর
ফল
জানো তো! তোমার গর্ভে লুকিয়ে রয়েছে মাংসহীন লক্ষীন্দর
সমাপ্ত
কান্না এক জঙ্গী শিশু, কুরে কুরে খায় সাদা কাফনের দেহ
প্রেম
বিচ্ছেদ এমন পথ, জলীয় তবুও মেঘ নেই
বন্ধু
গাছের লতার মতো জড়িয়ে ধরেছে কেউ শিথিল রোদনে
স্বর্গ
একটি মায়ার ঘর, যার মাতৃগর্ভে কেউ দরজা খোলেনি
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ শঙ্খসাথি
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
শঙ্খসাথি
শীতের ক্যালেন্ডার
(১)
আপাতত কুয়াশার ক্যানভাসে আঁকি ভালোবাসা
(২)
অপেক্ষার শেষে আলো হয়ে ওঠে সূর্যমুখী
(৩)
রোদেলা সকালে শীতলপাটি বিছিয়ে বসে নামতার সারি
(৪)
ইস্টিশানে এসে পৌঁছেছে অনিচ্ছুক রেলগাড়ি
(৫)
আকাশের ঘন নীলে বিষাক্ত নেশার ষড়যন্ত্র
(৬)
ফায়ারপ্লেসে ছাই হয় চিঠি, থাকে কিছু অশ্রুর দাগ
(৭)
গুড়ের পায়েসের স্বাদে মৃত মাকে মনে পড়ে হঠাৎ
(৮)
শালমুড়ি দিয়ে অতীতের উষ্ণতম দিন খোঁজে বন্ধ্যা ধানক্ষেত
(৯)
বড় দীর্ঘ রাত জানে বিরহের ডাকনাম 'শীত'
(১০)
বিষেভরা কর্কটরোগ পাইনের বনে হারিয়েছে রিটার্ন টিকিট
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
1 comment:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ দেবযানী বসু
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
দেবযানী বসু
কবিতার দশচাকা~পাখিপড়ানো দাঁড়
১.
তালগাছ নিজের অজান্তে দুই পায়ে দাঁড়িয়েছে কখোন।
২.
কলঙ্কিত তোষকের মৃগনাভি হারানো এক দোষ।
৩.
মুরগির স্টু্য়ে ডুবে যাওয়া সংসার এক মোরগ বাঁচিয়েছে।
৪.
হাতির দাঁতে পালিশ লাগানো সকাল-সন্ধ্যা ছোটায় আমাকে।
৫.
দেশের মাথায় পড়ছে গরুর বাঁটের ভার্চুয়াল দুধ।
৬.
বুদ্ধুভুতুম ও পূর্নিমা চাঁদ একবারই আসে জীবনে।
৭.
গলির বাতিদন্ডের মাথায় ইদানিং হিরে জ্বলে।
৮.
ঠাকুরদার বলা গল্পের ভুতেদের আমি কঙ্কাল পরাই।
৯.
লকডাউনের ঝামরে পড়া পালকে একটু রঙ ধরেছে।
১০.
মনপোষা মৃত্যুগুলো সুযোগ পেলেই ঝাঁকে ঝাঁকে ওড়ে।
১.
তালগাছ নিজের অজান্তে দুই পায়ে দাঁড়িয়েছে কখোন।
২.
কলঙ্কিত তোষকের মৃগনাভি হারানো এক দোষ।
৩.
মুরগির স্টু্য়ে ডুবে যাওয়া সংসার এক মোরগ বাঁচিয়েছে।
৪.
হাতির দাঁতে পালিশ লাগানো সকাল-সন্ধ্যা ছোটায় আমাকে।
৫.
দেশের মাথায় পড়ছে গরুর বাঁটের ভার্চুয়াল দুধ।
৬.
বুদ্ধুভুতুম ও পূর্নিমা চাঁদ একবারই আসে জীবনে।
৭.
গলির বাতিদন্ডের মাথায় ইদানিং হিরে জ্বলে।
৮.
ঠাকুরদার বলা গল্পের ভুতেদের আমি কঙ্কাল পরাই।
৯.
লকডাউনের ঝামরে পড়া পালকে একটু রঙ ধরেছে।
১০.
মনপোষা মৃত্যুগুলো সুযোগ পেলেই ঝাঁকে ঝাঁকে ওড়ে।
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
১-লাইনের কবিতা সংখ্যা≈ মৃণালেন্দু দাশ
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
মৃণালেন্দু দাশ
জলছবি
জলের উপরে তুমি নীচেও তুমি সত্যি বললে কোথাও না
বিরহ
বিরহ কাতর তমাল তরুটিকে ঘিরে আগুন ও মৌমাছি
ভাঙাগড়া
একবার ভেঙে ফেললে আরেকবার গড়া প্রায় অসম্ভব
পথ
যে পথ একবার বেঁকে যায় সে তো আর সোজা পথ থাকেনা
নদী
দুঃখ ভাসাইলে ভাওয়াইয়া ভাটিয়ালি গান ভাসিলে নদী
রহস্যময়
সর্ষের ভিতরে লুকিয়ে থাকে সদারহস্যময় প্রাণ ভোমারাটি
সূঁচ
সুঁচ তখনই কার্যকর যখন সূঁচে সুতো পরানো হয়
নিয়ন্ত্রন
জলের উপর নিয়ন্ত্রন পেলেও মনের নিয়ন্ত্রন অসম্ভব
শিরদাঁড়া
দুপায়ে দাঁড়িয়ে থাকা মানেই শিরদাঁড়া সোজা এটা ঠিক না
দৃষ্টিভঙ্গী
অন্ধকারও আলোর অধিক নির্ভর করে দৃষ্টিভঙ্গীর উপর
|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
-
Thursday, December 31, 2020
No comments:
Labels:
১-লাইনের কবিতা সংখ্যা
Subscribe to:
Comments (Atom)



















