অনুরূপা পালচৌধুরী
বিপাক্ষিক শ্যালোফিন
১]
অলিখিত রোদ : কয়েকটা শোকাহত চাঁদের শ্যাম্পেইন
২]
অবশেষ ১টা সহজাত বৃত্তের মোক্ষতল
৩]
যাবতীয় শূন্যের অন্তর্বাসী কানপাশায় উলঙ্গ চেতনার নেশা ওড়ে
৪]
২য় উপহারিক কাগজে মোমঋণের আমিভেদী দস্তানা
৫]
নিয়ত চোখের জলীয় বসতি ভিজে থাকে আমিত্বঘুড়ি
৬]
এক একটা সূর্য পাল্টে ভরে দিই সময় খুনের চিরকুট
৭]
শরীরে শরীর উপুড় দিলে সহজাত পাখি উড়ে যায়
৮]
প্রতিটা বৃষ্টির এজলাসী যৌনতায় শুয়ে থাকে নির্বাসিত শিশুবোধ
৯]
অবারিত ছায়ার ইঁদারা জেগে ওঠে মুদ্রাহীন কুয়াশা
১০]
বিকোনো সংলাপের নখে আত্মহত্যার চাঁদ জমে ওঠে

No comments:
Post a Comment