এবাদুল হক
এক লাইনের কবিতা
১.
মাথার উপরে সমুদ্র, নিহত ছায়ার পাশে দাঁড়িয়ে থাকি প্রিয় অকুস্থলে।
২.
মারীচমগ্ন মানুষ ক্লান্তিহীন খুঁজে ফেরে নীল খামের চিঠির ঘুম।
৩.
অন্ধকে তাচ্ছিল্য ভরে করেছ মাবধী নিমন্ত্রণ একমাত্র সুযোগ পাবে মেপে দেখ রাজকীয় আমার অসুস্থ গভীরতা।
৪.
ভিখারির রুগ্নপায়ে জড়ানো ন্যাকড়ার নির্মমতা কখন দিয়েছে ঢেকে আমাদের মানবিক দেহ।
৫.
অশ্বের কেশরগুচ্ছ রেখেছে আবৃত করে তোমাদের একান্নবর্তী চোখ অন্যদিকে দারিদ্রের শোক।
৬.
আমি তোমাকে ভালোবেসে পেয়েছি ঈর্ষণীয় অধিকার।
৭.
সোনালি অতীত দিন থাবা মেলে বসে থাকে অতিপুরু লেন্সের ওপারে।
৮.
মানুষ তো কথা বলে, কথা বলে আর ক্ষয়ে যায়।
৯.
তোমার স্পর্শের কাছে নিজেকে সমর্পণ করি হে আমার স্বদেশ।
১০.
যে মানুষেরা ঝড়ে ভেঙ্গে যায় তাদেরও কিছু যুক্তি থাকে।

No comments:
Post a Comment