Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ রবীন বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

রবীন বসু

১০ টি ১ লাইনের কবিতা


অন্নহীন গ্রামদেশ, শূন্যপাতে ক্ষুধাই ফুটেছে। 

শ্রমের অক্লান্ত হাঁটা পরিযায়ী ডানা নিয়ে ওড়ে।

প্রলম্বিত গুপ্তকথা গুহামুখে ছায়াচিত্র আঁকে।

ভাঙাসেতু দিয়ে মায়াপৃথিবী হেঁটে গেল সতর্কে।

প্রত্যাশা অধীর হলে মাধুকরী এসে যায় দ্বারে।

ভিতরে কে যে ডাকে, বাহির কান খাড়া করে।

সহসা উন্মুখ হয় মঞ্চতলে ওতপাতা ফন্দি।

অনন্ত পেতেছে হাত মুষ্টিভিক্ষা সময় দিয়েছে।

তির যেন লক্ষ্যে স্থির টান টান দারুণ নিষাদ।

১০

কবি শুধু বসে থাকে সামনে তাঁর দুঃখের সিঁড়ি।


2 comments:

Robin Basu said...

আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই।

স্বপ্নকমল সরকার said...

সবগুলিই ভাল, তবু পাঁচ,ছয় ও নয় সংখ্যক একপংক্তিগুলি
মন ভরালো।