Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ নিশীথ ষড়ঙ্গী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

নিশীথ ষড়ঙ্গী

সহায়
মায়ের মূর্তির নিচে লুটোনো লতার মতো মৃতবৎস্যা মেয়ে 

বৃষ্টি 
বর্ষার নাভির নিচে মৃত্যু হলো আজ

অঘটন 
শোকবার্তার নিচে চাপা পড়ে থাকে যেন শব্দকারুকাজ

প্রাপ্তি
দুঃখমেঘের নিচে বিদ্যুৎ জমকালো

কবিতা 
ভাষাস্রোতে ধুয়ে ফেলি দুঃখ অপমান 

রহস্য 
সাঁতারের অচেনা আলোকটুকু চোখের পাতায় নিয়ে বাড়ি ফিরে আসো

সৌজন্য
উপেক্ষাও হতে পারে একপলক দেখা

নির্মাণ 
অক্ষরদ্বীপের পাশে ফুটে ওঠে অপূর্বকুয়াশা

চিহ্ন
আর্তি দ্যাখো ভেঙে পড়ে লৌকিক ধূলোয়

স্বপ্ন 
তোমার ভেতরে এতো রহস্যের খনি!

No comments: