Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ পার্থ সারথি চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

পার্থ সারথি চক্রবর্তী

অনুভবের সীমানা ছাড়িয়ে 

১|
একটি হরিতকি গাছের নিচে ছায়া, সঙ্গে জড়ানো অনাবিল মায়া।

২| 
শিখরের আহ্বানে পাহাড়ে উঠে দেখি, কেমন সরে সরে যাচ্ছে।

৩|
আটপৌরে সময় নির্দ্বিধায় কতকিছু বলে যায়, প্রিয় বা অপ্রিয়!

৪|
মোরামে বাঁধানো পথের বুকেও গর্ত নামের অনেক ক্ষত থাকে।

৫|
নদীর সঙ্গে চলেছি কতদিন, কতদূর; তাও মনে হয় কত অজানা!

 ৬|
এত আলো, তাও কেন এত অন্ধকার!

৭|
ডাক শুনেও আটকে যাই কোন এক অদৃশ্য বাধার কাছে।

৮|
আকাশের মেঘে কত স্বপ্ন আঁকি, রঃ তুলি ছাড়াই।

৯|
বোধনেই যখন বিসর্জন, টাইমলাইনে তখন নেটওয়ার্ক জ্যাম।

১০|
হিসেব মেলে না কিছুতেই সাইকোপ্যাথের ক্যালকুলেটরে!

No comments: